Hanuman Favourite Zodiac: হনুমানজির প্রিয় রাশির বিষয়ে জানতে পারবেন এই প্রতিবেদনে। আসলে জ্যোতিষ মতে প্রতিটি রাশির একটি অধিপতি গ্রহ থাকে। সেই ভিত্তিতে প্রত্যেক রাশির পুজ্য বিশেষ দেবতাও থাকেন। তাই সেই রাশির জাতক জাতিকারা যদি সেই দেবদেবীর পুজো করেন, তাহলে তাঁরা বিশেষ সুবিধা লাভ করে থাকেন। ঠিক সেভাবেই যে রাশির মঙ্গল অধিপতি, তাঁদের হনুমানজীর পুজো করলে বিশেষ লাভ মেলে।
বজরংবলী সদয় হলে সেই রাশির ব্যক্তিদের উপর শনি সদয় হন। ফলে তাঁদের জীবনে বাধা বিপত্তি কম আসে। কোনও ভাল কাজ করলে দ্রুত তার সুফলও লাভ করেন।
হনুমানজী শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জাতক-জাতিকারা হনুমানজীর বিশেষ কৃপা পেয়ে থাকেন। আসুন, দেখে নিই কোন কোন রাশির ওপর বজরংবলীর আশীর্বাদ সর্বাধিক থাকে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর হনুমানজীর বিশেষ কৃপা থাকে। নিয়মিত হনুমানজীর পুজো করলে এঁরা জীবনের বিভিন্ন বাধা সহজেই কাটিয়ে উঠতে পারেন। ব্যক্তিগত সম্পর্ক, মানসিক স্বাস্থ্য এবং কেরিয়ারে উন্নতি পেতে সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ এবং পুজো করা উচিত।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জীবনে নানা চড়াই-উতরাইয়ের মুখোমুখি হন। কিন্তু বজরংবলীর কৃপায় তাঁরা যে কোনও প্রতিকূলতা পার করে সাফল্য অর্জন করেন। তাই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও নিয়মিত হনুমানজীর আরাধনা করা প্রয়োজন।
কুম্ভ রাশির জাতক-জাতিকারাও হনুমানজীর আশীর্বাদধন্য। হনুমান চালিসা পাঠ বা হনুমানজীর পুজোর মাধ্যমে তাঁরা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস পান। এর ফলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাঁরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন।
মেষ রাশির জাতক-জাতিকাদেরও হনুমানজীর বিশেষ কৃপা থাকে। এঁদের আত্মবিশ্বাস ও সমস্যা মোকাবিলার ক্ষমতা অসাধারণ। নিয়মিত হনুমানজীর পুজো করলে তাঁদের জীবনের জটিল সমস্যাগুলিও সহজে সমাধান হয়।
হনুমানজীর নিয়মিত আরাধনা করলে তা জীবনে সুখ, শান্তি ও সাফল্য এনে দিতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।