Shani Dosha Remedies: শনির দশা কেটে যাবে, শনিবার এই কাজ করলেই তুষ্ট হবেন শনিদেব

শনির দশা চললে জীবনে নানা বাধা-বিপত্তি আসে। তাই শনির দশা কাটাতে সকলেই মরিয়া হয়ে ওঠেন। বিশ্বাস করা হয়, শনিদেবকে তুষ্ট করতে পারলেই শনির দশা কাটে। শনিদেবের আশীর্বাদ পাওয়া গেলে জীবনের মোড় ঘুরে যায়। 

Advertisement
শনির দশা কেটে যাবে, শনিবার এই কাজ করলেই তুষ্ট হবেন শনিদেব শনির দশা কাটাতে শনিবার করুন এই কাজ।
হাইলাইটস
  • শনির দশা চললে জীবনে নানা বাধা-বিপত্তি আসে।
  • শনিদেবকে তুষ্ট করতে পারলেই শনির দশা কাটে।
  • শনিদেবের আশীর্বাদ পাওয়া গেলে জীবনের মোড় ঘুরে যায়। 

শনির দশা চললে জীবনে নানা বাধা-বিপত্তি আসে। তাই শনির দশা কাটাতে সকলেই মরিয়া হয়ে ওঠেন। বিশ্বাস করা হয়, শনিদেবকে তুষ্ট করতে পারলেই শনির দশা কাটে। শনিদেবের আশীর্বাদ পাওয়া গেলে জীবনের মোড় ঘুরে যায়। 

বৈদিক শাস্ত্র মতে, শনি হলেন কর্মফলের দেবতা। তাই শনিদেবকে তুষ্ট করতে পারলেই ভাগ্য বদলায়। শনিবার হল শনির দিন। জ্যোতিষ মতে, শনিবার কিছু বিশেষ টোটকা মেনে চললে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। 

শনির দশা থেকে কীভাবে মুক্তি মিলবে? জেনে নিন...

* শনিবার হল শনির দিন। শনিবার শনিদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। 

* প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো করলে তুষ্ট হন শনিদেব। 

* শনিবার সর্ষের তেল,কালো কাপড়, অরহড় ডাল দান করলে উপকার পাবেন। 

* শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢেলে সন্ধ্যায় প্রদীপ জ্বালালে উপকার পাওয়া যায়। 

* শনির দশা চললে শামি গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধ্যায় ডান হাতে বাঁধলে ফল পাবেন। 

* শনির দশা থেকে রেহাই পেতে শিবস্তোত্র ও শিব পঞ্চকসারি মন্ত্র পাঠ করুন। 

* মন্দিরে মিষ্টি প্রসাদ দান করলে ফল পাবেন। 

* ঘরে শামী গাছ লাগিয়ে পুজো করলে শনির খারাপ প্রভাব কেটে যায়। 

* শনিবার শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনির স্তোত্র পাঠ করলে উপকার পাবেন। 


 জ্যোতিষ মতে, ঘরোয়া এসব টোটকা ঠিকমতো পালন করলে শনির রোষ থেকে রেহাই পাওয়া যায়। 

POST A COMMENT
Advertisement