আমাদের চারপাশে বিড়াল দেখা যায়ই। কখনও কখনও দুপুর খাবার খাওয়ার সময় ঘরের দরজায় বিড়াল আসে। অনেকে আবার বাড়িতে বিড়াল পোষেন। জ্যোতিষ মতে, ঘরে বিড়াল এলে নানা ইঙ্গিত দেয়।
হিন্দু ধর্মে বিড়ালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মা ষষ্ঠীর বাহন হল বিড়াল। তাই বিড়ালকে খাবার খাওয়ানো খুবই শুভ কাজ। বিড়ালকে মারা একেবারেই ঠিক নয়। আমাদের জীবনে কী ঘটতে চলেছে, তার আগাম ইঙ্গিত দেয় বিড়াল। তাই বাড়িতে যদি দেখেন, বিড়াল আসছে, তা হলে নানা সঙ্কেত দেয়...
ঘরে বিড়াল এলে কী হয়, কিসের লক্ষণ, জেনে নিন...
* বিড়াল নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। কেউ বলেন, ঘরে হঠাৎ বিড়াল আসা মানে অশুভ ইঙ্গিত। বিশেষ করে, তা যদি কালো বিড়াল হয়।
* ঘরে হঠাৎ কালো বিড়াল এলে, তা অশুভ বলে মনে করা হয়। এতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
* আবার, ঘরে যদি কোনও সাদা রঙের বিড়াল আসে, তা হলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়।
* বিশ্বাস করা হয়, ঘরে হঠাৎ সাদা রঙের বিড়াল এলে কোনও সুখবর পেতে পারেন।
* ঘরে যদি বিড়ালের বাচ্চা জন্মায়, তা হলে তা শুভ লক্ষণ।
* বাড়িতে ২টি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করলে, তা অশুভ সঙ্কেত।
* ঘরে সোনালি লোমশ রঙের বিড়াল এলে তা শুভ বলে বিশ্বাস করা হয়।
* ঘরে বিড়াল কাঁদলে অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়।