২১ সেপ্টেম্বর, রবিবার মহালয়ার দিন বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এটি আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে, যা আশ্বিন অমাবস্যার দিন হবে। এইদিন সর্বপিতৃ অমাবস্যাও। মহালয়ার দিন সকলেই পিতৃতর্পণ করবেন। কিন্তু সূর্যগ্রহণের সময় তর্পণ করা যাবে কি, জানুন এখনই।
তর্পণ ও সূর্যগ্রহণ একইদিনে
মহালয়ার দিন অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের জল অর্পণ করে থাকেন। হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্য দিকে, মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুটো বিষয় একই দিনে পড়ায় অনেকেরই মনে চিন্তা জাগছে মহালয়ায় তর্পণ করা যাবে কি না। কারণ বলা হয়, গ্রহণের দিন কোনও বিশে কাজ করতে নেই। ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টার পর আর তা শেষ হবে ২২ সেপ্টেম্বর রাত ৩টে বেজে ২৪ মিনিট পর্যন্ত। ৪ ঘণ্টা ২৪ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ।
ভারত থেকে দেখা যাবে না
সূর্যগ্রহণের সূতক কাল ১২ ঘণ্টা আগে শুরু হয়ে যায়। আর যা চলে সূর্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু ভারতে যেহেতু সূর্যগ্রহণ দেখা যাবে না তাই সূতক কালও গণ্য হবে না। কিন্তু মহালয়ার দিন গ্রহণ পড়েছে বলে যে বিশেষ কোনও নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন ভাবার কোনও কারণ নেই। এর বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হত যদি ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হত। ভারতে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার কিছু নিয়ম মানতে হত, যেমন- গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হত। গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জল দান, ভোজ্যদান, কোনও আচার-নিয়মই পালন করা যেত না। গ্রহণ চলাকালীন এই কাজ করলে এর কোনও শুভ ফল পাওয়া যায় না।
নির্বিঘ্নেই করা যাবে তর্পণ
তাই এই সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান নয়, তাই মহালয়ার দিন তর্পণ করা যেতে পারে। তর্পণের সময় মেনে এইদিন তর্পণ করা যাবে। মহালয়ার দিন গ্রহণের বিশেষ কোনও নিয়ম মানতে হবে না।