Islamic Festival Calendar 2026: ২০২৬ সালে ইদ কবে? রমজান মাস কোনটা? রইল মুসলিম পরবের তালিকা

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে তফাৎ রয়েছে ইসলামিক ক্যালেন্ডারের। ফলত ইংরেজি নতুন বছরে রমজান, ইদ-উল-ফিতর এবং ইদ-উল-আজহা কবে পড়ছে, তা নিয়ে আগ্রহ রয়েছে মানুষের। মহরমের দিনক্ষণও জানতে চাইছেন সকলে। ইসলাম ধর্মের পরবগুলির জন্য সরকারি ছুটি মিলবে কবে?

Advertisement
২০২৬ সালে ইদ কবে? রমজান মাস কোনটা? রইল মুসলিম পরবের তালিকা প্রতীকী ছবি
হাইলাইটস
  • গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে তফাৎ রয়েছে ইসলামিক ক্যালেন্ডারের
  • ২০২৬ সালে রমজান, ইদ, মহরম কবে?
  • একনজরে ইসলাম ধর্মের পরবগুলির দিনক্ষণ জেনে নিন

বছর শেষ হতে আর হাতে গোনা কয়েকদিন বকি। ২০২৬ সালে গুরুত্বপূর্ণ পরবগুলি কবে, কোন দিন রয়েছে, তা জানতে আগ্রহী মুসলিমরা। বিশ্ব যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নতুন বছর উদযাপন করে তখন ইসলামিক ক্যালেন্ডার তৈরি হয় চাঁদের উপর ভিত্তি করে। ফলত ইংরেজি নতুন বছরে রমজান, ইদ-উল-ফিতর এবং ইদ-উল-আজহা কবে পড়ছে, তা নিয়ে খোঁজখবর শুরু হয়ে গিয়েছে। মহরমের দিনক্ষণও জানতে চাইছেন সকলে। কবে কবে ইসলাম ধর্মের পরবগুলির জন্য সরকারি ছুটি মিলবে তা-ও জানতে চাইছেন সকলে। 

গ্রেগরিয়ান ও ইসলামিক ক্যালেন্ডারের তফাৎ 
প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার শুরু হয় জানুয়ারি মাসে। আর ইসলামিক ক্যালেন্ডার শুরু হয় মহরম মাস দিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যের উপর ভিত্তি করে তৈরি। হিজরি বা ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে। গ্রেগরিয়ান বছরে ৩৬৫ দিন থাকে। ইসলামিক বছরে ৩৫৪ দিন থাকে। এর অর্থ হিজরি বছর প্রায় ১১ দিন ছোট হয়। এই পার্থক্যের কারণে প্রতি বছর রমজান ও ইদের মতো ইসলামিক মাস এবং উৎসবের তারিখ পরিবর্তি হয়। হিজরি ক্যালেন্ডারের একটি পূর্ণাঙ্গ চক্র প্রায় ৩৬ বছর সময় নেয়। 

ইসলামিক মাসগুলি কীভাবে নির্ধারিত হয়?
ইসলামিক ক্যালেন্ডারে প্রতিটি মাসের শুরু এবং শেষ চাঁদের উপর নির্ভর করে। নতুন চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি নতুন মাস শুরু হয়। অতএব বিভিন্ন স্থানে চন্দ্রোদয়ের সময়ের পার্থক্যের কারণে তারিখগুলি একদিনের জন্য পরিবর্তিত হতে পারে। যখন বিশ্ব ২০২৬ সালকে স্বাগত জানাবে তখন এটি হবে রজব, ইসলামিক ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাস। অর্থাৎ ১৪৪৭ হিজরি। 

মুসলিমদের উৎসবের তালিকা
শবেবরাত: এটি ইসলামিক ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখ পালিত হয়। ২০২৬ সাল এটি ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পালিত হবে।  
ইদ-উল-ফিতুর (রমজান): এটি পালিত হতে পারে ২৫ মার্চ
ইদ-উল-আজহা (বকরি ইদ): ২ জুন 
মহরম: ২২ জুলাই
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement