scorecardresearch
 

Kaal Sarp Dosh Remedies on Shivratri: কুণ্ডলীতে কাল সর্প দোষে জীবন জেরবার? শিবরাত্রি এই প্রতিকারে মিলবে পরিত্রাণ

Kaal Sarp Dosh Remedies on Shivratri: কাল সর্প দোষের নাম শুনলেই মানুষের মন খারাপ হয়ে যায়। কিন্তু যদি আপনার কুণ্ডলীতে কাল সর্প দোষ থাকে তাহলে চিন্তিত হওয়ার দরকার নেই। ছোট ছোট প্রতিকার করলেই আপনি এই দোষ থেকে মুক্তি পেতে পারেন।

Advertisement
শিবরাত্রিতে কাল সর্প দোষ থেকে মুক্তির প্রতিকার শিবরাত্রিতে কাল সর্প দোষ থেকে মুক্তির প্রতিকার

কাল সর্প দোষ (Kaal Sarp Dosh) জন্মছকের এমন একটি অবস্থা, যেখানে সাতটি গ্রহ যেমন বৃহস্পতি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র এবং শনি সকলেই রাহু এবং কেতুর ছায়ায় ঢাকা পড়ে অর্থাৎ এই সাতটি গ্রহ যখন এক পঙক্তিতে চলে আসে আর তারা ঢাকা পড়ে রাহু ও কেতুর ছায়ায়, তখন সৃষ্টি হয় পূর্ণ কাল সর্প দোষ। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, কুণ্ডলীতে কাল সর্প দোষ থাকলে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। 

কাল সর্প দোষের নাম শুনলেই মানুষের মন খারাপ হয়ে যায়। কিন্তু যদি আপনার কুণ্ডলীতে কাল সর্প দোষ থাকে তাহলে চিন্তিত হওয়ার দরকার নেই। ছোট ছোট প্রতিকার করলেই আপনি এই দোষ থেকে মুক্তি পেতে পারেন। সামনেই মহাশিবরাত্রি (Maha Shivratri)। এই দিনটি কাল সর্প দোষ কাটানোর দারুণ শুভ।

আরও পড়ুন: দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত এই ১০ শিব মন্দির খুব জাগ্রত

হিন্দু ধর্মে ভগবান শিবের (Lord Shiva) গলায় সাপকে শুভ বলা মনে করা হয়। দেবাদিদেব মহাদেবের পুজোর দিন আপনি কুণ্ডলীতে থাকা অশুভ কাল সর্প দোষ থেকে পরিত্রাণ পেতে পারেন। এর জন্যে রয়েছে কিছু প্রতিকার। 

কাল সর্প দোষ এড়ানোর পদ্ধতি (How To Get Rid Of KaalSarpa Dosha) 

*  শিবরাত্রির দিন কোনও জ্যোতির্লিঙ্গের পুজো করুন। 

* এদিন বাড়ির বা মন্দিরের শিবলিঙ্গে রৌপ্য সাপ নিবেদন করা দারুণ শুভ।
    
* সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কিছু খাবেন না। তবে জল খেতে পারেন। 

* স্নানের সময় পূর্ব দিকে মুখ রাখুন। 

* প্রতিদিন জল দিয়ে শিবের অভিষেক করুন এবং বেল পাতা নিবেদন করুন। 

* শিবরাত্রিতে মহাদেবের মহাভিষেক করুন। 

Advertisement

* লাল চন্দন, সুপারি, প্রবাল, কমলগট্টের উপর কলাব মুড়িয়ে পুজো-অর্চনার স্থানে রাখুন।

আরও পড়ুন: ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলে এই ৩ রত্ন, পরলেই টাকার বৃষ্টি জীবনে

* জীবন থেকে দুঃখ দূর করুন, সম্পদ অর্জন করুন এবং আপনার স্বপ্নকে সত্যি করুন।

* সন্ধ্যায় শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান।

* ঘরে ময়ূরের পালক রাখুন

* সকাল- সন্ধ্যা হনুমান চাল্লিসা পাঠ করুন। 

* কোনও ধর্মীয় স্থান বা দরিদ্রকে জল ও খাবার দান করুন 

* আপনার মোবাইল এবং ল্যাপটপে শেষনাগের উপর শুয়ে থাকা বিষ্ণুর ছবি রাখুন। কিংবা সেই ছবি আপনার বাড়িতে এমনভাবে রাখুন যাতে আপনি ঘরে প্রবেশ করার সময় দেখতে পান।

কীভাবে বুঝবেন আপনি কাল সর্প দোষ দ্বারা প্রভাবিত?  

জীবনে যদি অনেক দ্বন্দ্ব দেখা দেয়, বারবার একই কাজ হতে থাকে বা জ্যোতিষশাস্ত্রের ভাষায়, যদি রাহু ও কেতুর মধ্যে সমস্ত গ্রহ থাকে, তাহলে কাল সর্প দোষ রয়েছে বলে বোঝা যায়।

কাল সর্প দোষের প্রভাব থাকলে কী করবেন না

* পা ছড়িয়ে বসে খাবেন না। 

* কারও মনে আঘাত দেবেন না। 

* মিথ্যা কথা বলবেন না। 

* খাওয়ার পর পেট স্পর্শ করবেন না। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।) 
 

Advertisement