Kaushiki Amavasya 2025 Time: দক্ষিণেশ্বরে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো কতক্ষণ চলবে? জানুন শুভ সময়

কৌশিকী অমাবস্যার আগে ভিড় দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আজ রাতেই লাগছে অমাবস্যা। দক্ষিণেশ্বরে অত্যন্ত আধ্যাত্মিকভাবে দেবী কালীর আরাধনা হয়। ২০২৫ সালে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যা অনুষ্ঠিত হবে। ভক্তদের প্লাবন দেখা যাবে মন্দিরে। আপনিও যদি দক্ষিণেশ্বরে কৌশিকী অমাবস্যার পুজো দিতে চান কীভাবে দেবেন, কখন দেবেন জেনে নিন।

Advertisement
দক্ষিণেশ্বরে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো কতক্ষণ চলবে? জানুন শুভ সময় কৌশিকী অমাবস্যার পুজোর সময়

কৌশিকী অমাবস্যার আগে ভিড় দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আজ রাতেই লাগছে অমাবস্যা। দক্ষিণেশ্বরে অত্যন্ত আধ্যাত্মিকভাবে দেবী কালীর আরাধনা হয়। ২০২৫ সালে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যা অনুষ্ঠিত হবে। ভক্তদের প্লাবন দেখা যাবে মন্দিরে। আপনিও যদি দক্ষিণেশ্বরে কৌশিকী অমাবস্যার পুজো দিতে চান কীভাবে দেবেন, কখন দেবেন জেনে নিন।

পুজোর তিথি
পঞ্জিকা অনুযায়ী ২০২৫ সালে কৌশিকী অমাবস্য়ার তিথি শুক্রবার, ২২ অগাস্ট সকাল ১১টা ৫৫ মিনিটে শুরু হয়ে শনিবার, ২৩ অগাস্ট সকাল ১১টা ৩৫ মিনিটে শেষ হবে। ২৩ অগাস্ট  (৬ ভাদ্র) শনিবার অহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। 

পুজোর মূল সময়কাল পড়ছে ২২ অগাস্টের রাত থেকে ২৩ অগাস্ট ভোর অবধি, যা তারাপীঠের মতো দক্ষিণেশ্বরেও ধর্মীয় প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণশ্বরেও এই সময়েই পুজো হবে। সারাদিন, সারারাত আজ পুজো দিতে পারবেন ভক্তরা।

কৌশিকী মা তারার রূপ
মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কৌশিকী তারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ মতে, এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ট ছিলেন। তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন৷ কিন্তু এই শান্তি বেশিদিন থাকে না। শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে। এরপর সকলে পার্বতীর শরণাপন্ন হলে, দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তাঁর ইচ্ছাশক্তি জাগ্রত করে, এক দেবীমূর্তির জন্ম দেন৷ 

দেবী কৌশিকী অযোনিসম্ভবা ছিলেন, সেই কারণে কৌশিকী দেবীই শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারও যোদ্ধৃ মাতৃকাকুল সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করে। এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে। তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয়। কথিত আছে সাধক বামাক্ষ্যাপা, ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্য়াপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। 

POST A COMMENT
Advertisement