গাছ আমরা প্রায় সকলেই ভালবাসি। আমাদের বেঁচে থাকার নেপথ্যে গাছের বিরাট ভূমিকা রয়েছে। সভ্যতা যত আধুনিক হচ্ছে, ততই বৃক্ষনিধন হচ্ছে চারপাশে। এর জেরে ক্ষতি হচ্ছে পরিবেশের। তাই বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন পরিবেশবিদরা।
আজকাল আমরা অনেকেই বাড়িতে নানা ধরনের গাছ লাগাই। বিশেষ করে, বিভিন্ন ধরনের ফুল গাছ ঘরে রাখতে অনেকেই ভালবাসেন। ফুল গাছ ঘরের শোভা বাড়ায়। বিভিন্ন ফুলের মধ্যে অন্যতম অপরাজিতা ফুলের গাছ।
নীল রঙের অপরাজিতা ফুলের গাছ ঘরের শোভা বাড়ায় যেমন, তেমনই আবার পুজোতেও কাজে লাগে। ভগবান শিবের পুজোয় অপরাজিতা ফুল লাগে। আবার শনিদেবের পুজোতেও অপরাজিতা ফুল নিবেদন করা হয়। তাই হিন্দু ধর্মে এর আলাদা তাৎপর্য রয়েছে।
বাস্তু মতে, ঘরে অপরাজিতা ফুলের গাছ রাখলে ভাগ্য বদলায়। কপাল খুলে যায়। তবে ঘরে অপরাজিতা ফুলের গাছ রাখার সঠিক নিয়ম জানা জরুরি। ভুল ভাবে এই গাছ রাখলে অনর্থ ঘটতে পারে।
ঘরে কীভাবে অপরাজিতা ফুলের গাছ রাখবেন
* বাস্তু মতে, ঘরে অপরাজিতা ফুলের গাছ রাখার শুভ দিক হল উত্তর-পূর্ব। মনে করা হয়, এই দিকে ঈশ্বরের বাস। তাই ঘরের উত্তর-পূর্ব দিকে অপরাজিতা ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। বাড়িতে শান্তি বিরাজ করে। ভুলেও বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে এই গাছ রাখবেন না। এতে সংসারে অশান্তি বাড়ে।
* বাস্তু মতে, বৃহস্পতি ও শুক্রবার হল অপরাজিতা গাছ লাগানোর শুভ দিন। তাই বাড়িতে অপরাজিতা ফুল গাছ লাগালে এই ২ দিন বেছে নিন।
* অপরাজিতা ফুলের গাছ যেখানে লাগাবেন, সেখান যেন পরিষ্কার থাকে। এই গাছের আশপাশে নোংরা ফেলবেন না।
* অপরাজিতা গাছের গোড়া যেন কখনও শুকিয়ে না যায়। তাই নিয়মিত জল দেওয়া জরুরি।