scorecardresearch
 

Kojagori Lakshmi Puja 2022 According Zodiac Signs: রাশি অনুযায়ী কোজাগরী লক্ষ্মীকে অর্পণ করুন এই ভোগ, আসবে সুখ-সমৃদ্ধি

এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো ৯ অক্টোবর, রবিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে,এই দিনে রাশি অনুযায়ী পুজো করলে মা লক্ষ্মীর আশিস মেলে। ঘরে আসে সুখ ও সমৃদ্ধি।

Advertisement
কোজাগরী লক্ষ্মীপুজো ২০২২। কোজাগরী লক্ষ্মীপুজো ২০২২।
হাইলাইটস
  • বছর কোজাগরী লক্ষ্মীপুজো ৯ অক্টোবর, রবিবার।
  • জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে রাশি অনুযায়ী পুজো করলে মা লক্ষ্মীর আশিস মেলে।
  • ঘরে আসে সুখ ও সমৃদ্ধি।

লক্ষ্মীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে। বাড়িতে ধনসম্পদের জন্য দরকার লক্ষ্মীর আশীর্বাদ। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে চাঁদের রশ্মি অমৃতের মতো হয় বলে লোকবিশ্বাস। এই দিনে চাঁদ ষোলো কলায় পূর্ণ হয়। এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো ৯ অক্টোবর, রবিবার। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে রাশি অনুযায়ী পুজো করলে মা লক্ষ্মীর আশিস মেলে। ঘরে আসে সুখ ও সমৃদ্ধি।


মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় ক্ষীর তৈরি করে লক্ষ্মীকে নিবেদন করুন। এই দিনে বাড়ির মেয়েদের ক্ষীর খাওয়ান। এতে লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়।

বৃষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন গরুর ঘি ও দই লক্ষ্মীকে অর্পণ করুন। বৃষ রাশির জন্য শুভ ফল মিলবে। 

মিথুন রাশি-কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে মিথুন রাশির জাতক-জাতিকারা চালের পায়েল বানিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করুন। আটকে থাকা কাজ শেষ হবে। অগ্রগতি হবে চাকরি ও ব্যবসায়। 

কর্কট রাশি- কর্কট রাশির জাতক-জাতিকা মিষ্টি নিবেদন করুন। এতে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি। চাকরি-ব্যবসা সংক্রান্ত সমস্যা দূর হবে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতক-জাতিকারা লক্ষ্মীদেবীকে ক্ষীর নিবেদন করুন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পাবেন।

কন্যা রাশি- কন্যা রাশির জাতক-জাতিকারা বাড়িতে ক্ষীর তৈরি করুন।  লক্ষ্মী এবং তুলসীকে তা নিবেদন করুন। এতে অর্থ লাভের যোগ হবে। এর পাশাপাশি ব্যবসা ও চাকরিতে উন্নতির পথ খুলে যাবে।

তুলা রাশি - শারদীয় পূর্ণিমায় তুলা রাশির জাতক জাতিকাদের মন্দিরে দুধ, চাল ও ঘি দান করা উচিত। জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই দিনে এটি করলে জীবনে আর্থিক সমস্যায় পড়তে হবে না।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক জাতক-জাতিকারা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন বাড়িতে ক্ষীর তৈরি করে প্রথমে মা লক্ষ্মীকে অর্পণ করুন। তার পর সেই ক্ষীর গরুকে খাওয়ান। এতে দুর্ভাগ্য দূর হবে। জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি।

Advertisement

ধনু রাশি -পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা করুন তাঁকে ক্ষীর দিন। সেই ক্ষীর গরিবদের বিতরণ করুন। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

মকর রাশি- মকর রাশির জাতক-জাতিকাদের উচিত ৫ জন মেয়েকে ক্ষীর খাওয়ান। কিছু উপহার দিন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আর্থিক সমস্যা দূর হবে।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতক-জাতিকারা অভাবী মানুষকে খাদ্য ও বস্ত্র দান করুন। সম্ভব হলে দুধ এবং মিষ্টিও দিন। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে।

মীন রাশি - মীন রাশির জাতক-জাতিকারা পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে জাফরানের  ক্ষীর নিবেদন করুন। এতে সম্পদ ও ঐশ্বর্য লাভ করবেন। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে।

আরও পড়ুন- এ মাসে সূর্যগ্রহণ এই ৫ রাশির জীবনে আনছে অন্ধকার, সতর্ক হোন

Advertisement