scorecardresearch
 

Krishna Janmashtami 2021: সামনেই জন্মাষ্টমী, জেনে নিন পুজোর নিয়ম, শুভক্ষণ, তারিখ

প্রতি বছর আনন্দের সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী (Krishna Janmashtami 2021)। এদিনই জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয়েছিল। এদিন কৃষ্ণের বালক রূপের বা ননীগোপাল রূপে পুজো করা হয়। এ বছর অগাস্ট মাসের ৩০ তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।

Advertisement
জন্মাষ্টমীর ব্রত, পুজোর বিধি এবং শুভক্ষণ জন্মাষ্টমীর ব্রত, পুজোর বিধি এবং শুভক্ষণ
হাইলাইটস
  • জেনে নিন জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম, পুজোর বিধি এবং শুভ ক্ষণ
  • কী ভাবে পালন করবেন ব্রত
  • পুজোর সময় এবং নির্ঘণ্ট

প্রতি বছর আনন্দের সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী (Krishna Janmashtami 2021)। এদিনই জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয়েছিল। এদিন কৃষ্ণের বালক রূপের বা ননীগোপাল রূপে পুজো করা হয়। এ বছর অগাস্ট মাসের ৩০ তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।

 

জেনে নিন জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম, পুজোর বিধি এবং শুভ ক্ষণ:

ব্রত নিয়ম: ভাদ্র মাসের কৃষ্ণ পহ্মের অষ্টমী তিথিকে জন্মাষ্টমী বলে। পুরুষ ও নারী উভয়েই এই ব্রত পালন করতে পারেন। ব্রতের দিন উপবাসী থেকে রাত্রে পুজো দিয়ে পরদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়।


কী ভাবে পালন করবেন ব্রত:

* জন্মাষ্টমীর আগের দিন নিরমিষ খেয়ে সংযম পালন করতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভাল করে মুখ ধুয়ে ঘুমোতে হবে।

* জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ পালন করতে হয়। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ এবং ভাগবত পাঠ করতে হবে।

* জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে ব্রত সমাপ্ত করবেন।

* পারণ আরম্ভের মন্ত্র: "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"

* পারণান্তে মন্ত্র: "ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"

 


জন্মাষ্টমী পুজোর বিধি:

* জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধুপর্ক, আসন-অঙ্গুরী-সহ পুজোর আয়োজন করতে হয়। এইদিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়।

Advertisement

* ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। এই ব্যবস্থাগুলি জন্মাষ্টমিতে মেনে চললে মিলবে সুফল দূর হবে সমস্যা।

 


পুজোর সময় এবং নির্ঘণ্ট:


* অষ্টমী তিথি সমাপ্ত - ৩০ অগাস্ট, সোমবার, রাত ১টা ৫৯ মিনিটে।

* জন্মাষ্টমী পুজোর শুভক্ষণ - রোহিণী নক্ষত্র

* রোহিনী নক্ষত্র শুরু - ৩০ অগাস্ট, সোমবার সকাল ৬টা ৩৯ মিনিটে।

* রোহিণী নক্ষত্র শেষ - ৩১ অগাস্ট, মঙ্গলবার সকাল ৯টা ৪৪ মিনিট।

 


রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পুজোর শুভক্ষণ:

* ৩০ অগাস্ট, রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ। ৩০ অগস্ট রাত ১টা ৫৯ মিনিট পর্যন্তই রোহিণী নক্ষত্র থাকবে। তাই ৩০ অগাস্টই জন্মাষ্টমী পালিত হচ্ছে।

* এই সময় অনুযায়ী ৪৫ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে।


জন্মাষ্টমী ব্রতভঙ্গের সময়:

* ৩১ অগাস্ট সকাল ৯টা ৪৪ মিনিটের পর পারণ করা যাবে।

 

Advertisement