শ্রাবণ মাস শুরু হয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, শ্রাবণ হল শিবের মাস। তাই এই মাসে ভক্তিভরে শিবের পুজো করা হয়। আগামী সোমবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসে শিবরাত্রি রয়েছে। এদিন খুবই শুভ।
আগামী ২৩ জুলাই শ্রাবণ শিবরাত্রি। এদিন ভোলেনাথের আরাধনা করলে সুখ-শান্তি পাওয়া যায়। শ্রাবণ শিবরাত্রিতে কোন সময়ে পুজো করা যাবে, জেনে নিন বিশদে...
পুজোর সময়
* শ্রাবণ কৃষ্ণা চতুর্দশীতে নিশীথ কাল শুরু হবে ২৩ জুলাই রাত ১২টা ৭ মিনিট থেকে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।
* মাসিক শিবরাত্রির ভাদ্র যোগ বেলা ৩টে ৩১ মিনিট পর্যন্ত।
* হর্ষণ যোগ চলবে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।
* সন্ধে ৬টা ৫৯ মিনিট থেকে ২৪ জুলাই ভোর ৫টা ২৭ মিনিট পর্যন্ত পুজো করা যাবে।
জ্যোতিষ মতে, শিবপুজোর সময় শিবলিঙ্গে এই জিনিসগুলি নিবেদন করলে তুষ্ট হন মহাদেব। জেনে নিন বিশদে...
* ভগবান শিবের অত্যন্ত প্রিয় হল বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পুজো হয় না। বিশ্বাস করা হয়, বেলপাতা দিয়ে শিবের পুজো করলে তুষ্ট হন মহাদেব। শিবলিঙ্গে অন্তত ৩-৫টি বেলপাতা নিবেদন করুন।
* দই দিয়ে শিবলঙ্গের অভিষেক করলে দাম্পত্য জীবন সুখের হয়।
* ভস্ম দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে নেগেটিভ এনার্জি দূর হয়।
* মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে আর্থিক সমস্যা দূর হয়।
* গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করালে পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
শিবলিঙ্গে ঢালার জন্য জলে কী মেশাবেন...
* পুরাণ মতে, ভগবান শিবের মাথা থেকেই মা গঙ্গার উৎপত্তি হয়েছে। তাই জলে গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে তুষ্ট হন মহাদেব। এতে অশুভ শক্তির বিনাশ ঘটে।
* জলে মধু মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন। এতে শিবের আশীর্বাদ পাওয়া যায়। চাকরি-ব্যবসায় উন্নতি হয়।
* জলে দই মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে আর্থিক সমস্যা দূর হয়। মানসিক শান্তি আসে জীবনে।
* জলে চন্দন মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে প্রতিপত্তি বাড়বে। সৌভাগ্য লাভ হবে।