Vastu Tips For Lakshmi Idol: ঘরের এই জায়গায় এমন লক্ষ্মী মূর্তি রাখলে ভরে উঠবে ধনসম্পদ

Maa Lakshmi Photo Vastu Tips: লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তবে সামান্য ভুলও দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ হতে পারেন। মা লক্ষ্মীর ক্রোধের কারণে কোনও ব্যক্তি আর্থিক সংকটে পড়তে পারেন। নিঃস্ব হয়ে যাবেন। 

Advertisement
ঘরের এই জায়গায় এমন লক্ষ্মী মূর্তি রাখলে ভরে উঠবে ধনসম্পদ Lakshmi Idol Vastu Tips-
হাইলাইটস
  • লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
  • ঘরে কেমন মূর্তি রাখলে সৌভাগ্য?

হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। কথিত আছে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকলে জীবনে কখনও অর্থ ও খাদ্যের অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। তবে সামান্য ভুলও দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ হতে পারেন। মা লক্ষ্মীর ক্রোধের কারণে কোনও ব্যক্তি আর্থিক সংকটে পড়তে পারেন। নিঃস্ব হয়ে যাবেন। 
  
প্রতিটি হিন্দু বাড়িতে সাধারণত সমস্ত দেবদেবীর মূর্তি বা ছবি থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে, এই মূর্তিগুলিকে সঠিক দিকে না রাখা হলে শুভ ফল মেলে না। বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করার সময়ও কিছু বিষয় খেয়াল রাখা উচিত। এই বিষয়গুলি মাথায় রাখলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। ধনী হতে বেশি সময় লাগে না।

বাড়ির এই দিকে মা লক্ষ্মীর মূর্তি রাখুন - বাস্তুশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি সবসময় বাড়ির উত্তর দিকে রাখা উচিত। কথিত আছে যে এই দিকে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখলে সবসময় ঘরে সুখ-সমৃদ্ধি আসে।

আরও পড়ুন- চন্দ্রগ্রহণের প্রভাব থাকে ৭ দিন, শনিবার থেকে কোন রাশির কেমন কাটবে?

ভুল করেও এমন মূর্তি ঘরে রাখবেন না- শাস্ত্র মতে মা লক্ষ্মীর স্বভাব চঞ্চল।তিনি কখনও এক জায়গায় অবস্থান করেন না। তাই মা লক্ষ্মীকে কখন বাহন পেঁচার উপরে বসে থাকা মূর্তিতে রাখবেন না। সবসময় পদ্মের উপরে বসা লক্ষ্মীই রাখা উচিত ঘরে। পেঁচার উপরে লক্ষ্মী থাকলে বাড়িতে আর্থিক টানাটানি দেখা দিতে পারে। মা লক্ষ্মীর মূর্তি বা ছবি কখনও শোয়ার ঘরে রাখা উচিত নয়।
 

POST A COMMENT
Advertisement