Laxmi Devi Blessings Mantra: প্রতি শুক্রবার জপ করুন এই মন্ত্র, লক্ষ্মীর কৃপায় টাকা-পয়সার অভাব হবে না

Laxmi Devi Blessings Mantra: শুক্রবার নিয়ম মেনে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করলেও জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করে থাকেন বহু মানুষ। দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি সহজ কিন্তু কার্যকর উপায় উল্লেখ করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে।

Advertisement
প্রতি শুক্রবার জপ করুন এই মন্ত্র, লক্ষ্মীর কৃপায় টাকা-পয়সার অভাব হবে নাপ্রতি শুক্রবার জপ করুন এই মন্ত্র, লক্ষ্মীর কৃপায় টাকা-পয়সার অভাব হবে না

সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেবতা বা দেবীর উদ্দেশে নিবেদিত। ঠিক যেমন শুক্রবারটি উৎসর্গ করা হয়েছে সম্পদের দেবী লক্ষ্মীর উদ্দেশে। হিন্দুধর্ম মতে, এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করলে ঘরে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। অর্থনৈতিক সমস্যার সুরাহা তো হয়ই, তার সঙ্গে সঙ্গে জীবনে আসে সৌভাগ্য।

শুধু পুজো নয়, শুক্রবার নিয়ম মেনে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করলেও জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করে থাকেন বহু মানুষ। দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি সহজ কিন্তু কার্যকর উপায় উল্লেখ করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। দেখে নিন কী কী করতে পারেন:

প্রদীপ জ্বালিয়ে মন্ত্রপাঠ
জ্যোতিষ মতে, শুক্রবার তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর একটি বিশেষ মন্ত্র জপ করলে ঘরে ধন ও ঐশ্বর্য আসে। অন্তত একটি মালা জপ করার পরামর্শ দেওয়া হয়।
মন্ত্র: "ওম শ্রী মহালক্ষ্মী, মহালক্ষ্মী, এহোহি সর্ব সৌভাগ্য দেহি মে স্বাহা।"

ঋণ থেকে মুক্তির উপায়
যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত হন বা অর্থসংকটে ভুগে থাকেন, তাহলে মা লক্ষ্মীর আরেকটি মন্ত্র জপ করলে উপকার পাওয়া যায়।
মন্ত্র: "ওম শ্রী শ্রী ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে, ধন পুরায়ে, চিন্তিত দূরায়ে-দুরায়ে স্বাহা।"

ইচ্ছাপূরণের জন্য মন্ত্র
যদি আপনার জীবনে কোনও অপূর্ণ ইচ্ছা থাকে, তাহলে শুক্রবার পদ্মফুল বা গোলাপি ফুল নিবেদন করে দেবীকে এই মন্ত্র জপ করতে পারেন।
মন্ত্র: "শ্রী হ্রীং ক্লিং অইন কমলবাসিন্যা স্বাহা।"

সুখ ও সমৃদ্ধির জন্য
ঘরে শান্তি ও সৌভাগ্য বজায় রাখতে চাইলে দেবী লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করতে পারেন।
মন্ত্র:
"ইয়া রক্তাম্বুজবাসিনী বিলাসিনী চন্দংশু তেজস্বিনী।
ইয়া রক্ত রুধিরাম্বরা হরিশাখী বা শ্রী মনোলাহাদিনী।
ইয়া রত্নাকরমন্থনাতগতিতা বিষ্ণোস্বয়া গেহিনী।
সা মা পাতু মনোরমা ভগবতী লক্ষ্মীশ্চা পদ্মাবতী।"

আর্থিক সমস্যা দূর করতে
যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন, তাঁদের জন্য আবারও উপকারি হয়ে উঠতে পারে এই মন্ত্রটি। সপ্তাহের প্রতিটি শুক্রবার নিরবচ্ছিন্নভাবে জপ করলে ফল মিলতে পারে।
মন্ত্র: "ওম শ্রী শ্রী ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পুরায়ে, ধন পুরায়ে, চিন্তিত দূরায়ে-দুরায়ে স্বাহা।"

বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে মন্ত্রপাঠ করলে জীবনের জটিল সময়েও আলোর খোঁজ মিলবে—এমনটাই মনে করেন বহু ভক্ত। আর শুক্রবার মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার দিন বলেই, এই দিনে নিয়ম মেনে পুজো ও জপ বিশেষ ফলদায়ী হয়ে ওঠে।

 

POST A COMMENT
Advertisement