Maha Shivratri 2024: শিবের বুকে ঠিক কেন পা রেখেছিলেন মা কালী? শিবরাত্রিতে রইল সেই কাহিনি

মহাশিবরাত্রি উৎসবে আজ সারাদেশে ধুমধাম করে পালিত হচ্ছে। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়। মহাদেব ও পার্বতীর এই রূপের পাশাপাশি মা কালী ভগবান শিবের বুকে পা রেখেছিলেন তা দেখেছেন। বঙ্গভূমে মা কালীর আরাধানা হয়। কেন শিবের বুকে পা রেখেছিলেন মা কালী জানেন?

Advertisement
শিবের বুকে ঠিক কেন পা রেখেছিলেন মা কালী? শিবরাত্রিতে রইল সেই কাহিনি

Mahashivratri 2024: মহাশিবরাত্রি উৎসবে আজ সারাদেশে ধুমধাম করে পালিত হচ্ছে। মহাশিবরাত্রির দিন ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়। মহাদেব ও পার্বতীর এই রূপের পাশাপাশি মা কালী ভগবান শিবের বুকে পা রেখেছিলেন তা দেখেছেন। বঙ্গভূমে মা কালীর আরাধানা হয়। কেন শিবের বুকে পা রেখেছিলেন মা কালী জানেন?

কালী ভগবান শিবের বুকে পা রেখেছিলেন
কাহিনি অনুসারে, যখন রাক্ষসরা সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছিল। পৃথিবী থেকে দেবতাদের নির্মূল করার জন্য সমস্ত অসুরেরা সর্বত্র তোলপাড় সৃষ্টি করেছিল। এই সমস্ত অসুরের সেনাপতি ছিলেন রক্তবীজ। তপস্যার কারণে রক্তবীজ বর পেয়েছিলেন যে এক ফোঁটা রক্ত ​​পড়লে রক্তবীজের সংখ্যা হাজারে বাড়তে পারে। এই বর পেয়ে দেবতারা রক্তে কাঁপতে লাগলেন। তখন তিনি মা দুর্গার কথা স্মরণ করলেন এবং মা দুর্গা সকল দেবতাকে সাহায্য করলেন।

দেবতাদের অস্ত্রে সজ্জিত মা দুর্গা সিংহে চড়ে যুদ্ধে প্রবেশ করেন। রক্তবীজ ও দেবীর মধ্যে যুদ্ধ শুরু হয়। মা দুর্গা তাঁকে বারবার হত্যা করেছিলেন, কিন্তু প্রতিটি রক্তের ফোঁটা থেকে তার মতো আরও হাজার হাজার অসুরের জন্ম হয়েছিল। এই অবস্থায় মা দুর্গা ক্রুদ্ধ হয়ে ভ্রু কুঁচকে ফেলেন। এই একাগ্রতা থেকেই মা কালীর জন্ম।

কালীর উৎপত্তি
কালীর গর্জনে সমগ্র বিশ্ব কেঁপে ওঠে। শক্তির প্রচণ্ড ক্রোধে মা কালীর কাছে দাঁড়িয়ে থাকা অসুররা পুড়ে ছাই হয়ে যায়। বাঘের চামড়ার আবরণ ছাড়া কালী নগ্ন হয়ে আবির্ভূত হন। তাঁকে সেদিন লাল রক্তচক্ষু দিয়ে সবচেয়ে ভয়ানক লাগছিল। 

এই রূপে আসার পর মা কালী রক্তবীজের সৈন্যবাহিনীকে আক্রমণ করেন। সেনাবাহিনীকে ধ্বংস করার পর মা কালী রক্তবীজের মুখোমুখি হন। রক্তবীজ দেখে মা কালী ক্রোধান্বিত হয়ে জিহ্বা এমনভাবে ছড়িয়ে দিলেন যে সমস্ত রক্তবীজ তাতে লীন হয়ে যায়। এখন যেখানেই রক্তবীজের রক্ত ​​পড়ত, মা কালী তা পান করতেন। রক্তবীজ শেষ করতে গিয়ে মা এমন রেগে গেলেন যে তাকে শান্ত করা কঠিন হয়ে পড়ে। মা কালীর এই রূপ ধ্বংসাত্মক হতে পারে, তাই সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে এসে বললেন যে একমাত্র আপনিই মায়ের ক্রোধ শান্ত করতে পারেন।

Advertisement

কালীর ক্রোধ শান্ত করা ভগবান শিবের পক্ষেও সহজ ছিল না, তাই ভগবান শিব মা কালীর পথে শুয়ে পড়েন। ক্রুদ্ধ মা কালী ভগবান শিবের বুকে তার পা রাখার সঙ্গে সঙ্গে তিনি ইতস্তত করে থামেন এবং তার রাগ কমে যায়। এভাবে ভগবান শিব দেবতাদের সাহায্য করেছিলেন এবং মা কালীর ক্রোধ প্রশমিত করেছিলেন, যা সৃষ্টির জন্য ভয়ঙ্কর হতে পারে।
 

POST A COMMENT
Advertisement