Mahalaya Tarpan: মহালয়ার ভোরে পিণ্ডদানে রয়েছে বিশেষ নিয়ম, মেয়েরাও কি তর্পণ করতে পারেন?

২১ সেপ্টেম্বর, রবিবার মহালায়র ভোরে ঘাটে ঘাটে চলবে তর্পণ। এই তর্পণের বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে। মহিলারা কি তর্পণ করতে পারেন?

Advertisement
মহালয়ার ভোরে পিণ্ডদানে রয়েছে বিশেষ নিয়ম, মেয়েরাও কি তর্পণ করতে পারেন?মহিলারা কি তর্পণ করতে পারেন?
হাইলাইটস
  • মহালয়ার ভোরে ঘাটে ঘাটে তর্পণ
  • পিণ্ডদানের রয়েছে বিশেষ কিছু নিয়ম
  • মহিলারা কি তর্পণ করতে পারেন?

পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। এভাবেই উদযাপিত হয় মহালয়া। আর মহালয়ার ভোরে চলে পূর্বপুরুষদের জন্য তর্পণ। তর্পণ করার অর্থ হল মৃত পুরুষদের উদ্দেশে জলদান করা। তাঁদের আত্মার শান্তি কামনা করা। মহালয়ার দিনটি তর্পণের জন্য আদর্শ বলে মনে করা হয়। তবে এই তর্পণ পালনের বেশ কিছু রীতিনীতি রয়েছে। মেয়েরা কি তর্পণ করতে পারেন? 

তর্পণের নিয়ম
> তর্পণের আগে স্নান সেরে ফেলতে হবে। পুকুর কিংবা নদূতে নেমে তর্পণ করতে হবে। 
> শাস্ত্র মতে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে নাভি পর্যন্ত জলে ডুবে দাঁড়িয়ে তর্পণ করতে হয়।
> হাতের অনামিকা আঙুলে আংটির মতো করে পরতে হবে কুশ। 
> কোশাকুশি হাতে নিয়ে পূর্বপুরুষদের নাম স্মরণ করতে হবে। 
> বিষ্ণু মন্ত্র পাঠ করে পূর্বপুরুষদের উদ্দেশে ৩ বার জল দান করতে হবে। 
> জলের মধ্যে কালো তিল মেশানো আবশ্যিক। জলে মেশানো যেতে পারে তুলসিপাতা, ফুল।
> স্বর্গীয় পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণের মাধ্যমে জলদান করেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয়।
> তর্পণে পূর্বপুরুষদের দান করা জলকে বৃষ্টির জলের সঙ্গে মিশতে দেওয়া যাবে না। বৃষ্টি হলে ছাতা নিয়েই তর্পণ করা যেতে পারে। 
> কালো তিল ও ভাতের মণ্ড বানিয়ে তা প্রয়াত পূর্বপুরুষের উদ্দশ্যে অর্পণ করতে হবে। 
>  কাককে এক্ষেত্রে যমের দূত হিসেবে গণ্য করা হয়। তাই সেই মণ্ড কাক খেলে প্রয়াত পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়েছে বলে মনে করা হয়। 
> হিন্দুধর্ম অনুযায়ী পিণ্ডদান করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। 
> কারও নামে পিণ্ডদান করা হলে জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে সেই আত্মা চিরতরে মুক্তি লাভ করে। 

মেয়েরা কি তর্পণ করতে পারেন?
সাধারণত পুরুষরাই তর্পণ এবং পিণ্ডদান করেন। তবে শাস্ত্র অনুসারে কোনও কোনও ক্ষেত্রে মহিলারাও তর্পণ করতে পারেন। শাস্ত্রে কোথাও এমন কথা লেখা নেই, মেয়েরা তর্পণ করতে পারবেন না। মৃত কোনও ব্যক্তির পুত্র না থাকলে যেমন শ্রাদ্ধের কাজ তাঁর স্ত্রী কিংবা মেয়ে করে থাকেন, তেমনই পিণ্ডদানও মহিলারা করতে পারেন। হিন্দুধর্ম অনুযায়ী, মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত যে কেউ তর্পণ করতে পারেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement