Makar Sankranti 2026 Date: ১৪ না ১৫ না জানুয়ারি, ২০২৬ মকর সংক্রান্তি কবে? কী করবেন কী করবেন না

এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবেন। শুরু হবে উত্তরায়ণ। শাস্ত্র মতে, এই সময় থেকে দেবতাদের দিন আরম্ভ হয়। সেই সঙ্গে উঠে যায় বিবাহ, গৃহপ্রবেশ-সহ বিভিন্ন মাঙ্গলিক কাজের উপর থাকা নিষেধাজ্ঞা।

Advertisement
১৪ না ১৫ না জানুয়ারি, ২০২৬ মকর সংক্রান্তি কবে? কী করবেন কী করবেন না

Makar Sankranti 2026 Date: সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গেই হিন্দু ধর্মে আসে বিশেষ পুণ্যক্ষণ। মকর সংক্রান্তি তেমনই এক গুরুত্বপূর্ণ উৎসব। ২০২৬ সালে এই উৎসব ঘিরে তিথি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন ১৪ জানুয়ারি, কেউ আবার ১৫ জানুয়ারি। তবে জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী বছর ১৪ জানুয়ারিই পালিত হবে মকর সংক্রান্তি।

এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবেন। শুরু হবে উত্তরায়ণ। শাস্ত্র মতে, এই সময় থেকে দেবতাদের দিন আরম্ভ হয়। সেই সঙ্গে উঠে যায় বিবাহ, গৃহপ্রবেশ-সহ বিভিন্ন মাঙ্গলিক কাজের উপর থাকা নিষেধাজ্ঞা।

মকর সংক্রান্তি ২০২৬: পুণ্যকাল ও মহাপুণ্যকাল
জ্যোতিষ শাস্ত্র বলছে, মকর সংক্রান্তির পুণ্যকাল হিসাব করেই এই উৎসব পালন করা হয়।
পুণ্যকাল শুরু: সকাল ৮টা ৪২ মিনিট থেকে
মহাপুণ্যকাল: সকাল ৮টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা ০৪ মিনিট
গঙ্গাস্নানের শুভ সময়: সকাল ৯টা ০৩ মিনিট থেকে সকাল ১০টা ৪৮ মিনিট
এই সময় স্নান-দান করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।

মকর সংক্রান্তিতে কীভাবে করবেন সূর্যপূজা
মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে।
ভোরে বা শুভ মুহূর্তে গঙ্গাজল ও কালো তিল মিশিয়ে স্নান করুন।
এরপর তামার পাত্রে জল, লাল ফুল, অক্ষত চাল ও তিল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন।
অর্ঘ্য দেওয়ার সময় জপ করুন, ‘ওঁ সূর্যায় নমঃ’ অথবা ‘ওঁ ঘৃণি সূর্যায় নমঃ’।
পূজার শেষে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের তিল, গুড়, চাল, বস্ত্র বা অর্থ দান করুন।

মকর সংক্রান্তিতে কী করবেন
পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা শুভ

আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে সূর্যদেব প্রসন্ন হন

সাত্ত্বিক ও শুদ্ধ আহার গ্রহণ করুন

এই দিনে কী করবেন না
মাংস, মদ ও তামসিক খাবার এড়িয়ে চলুন

ঝগড়া, বিতর্ক ও অশুভ আচরণ থেকে দূরে থাকুন

ক্রোধ সংযত রাখুন

কথাবার্তা ও ব্যবহারে কাউকে কষ্ট দেবেন না

দরজায় আসা কাউকে অপমান করবেন না, সম্ভব হলে খালি হাতে ফেরাবেন না

Advertisement

কেন বিশেষ মকর সংক্রান্তি?
শাস্ত্র মতে, উত্তরায়ণ সূর্যের সময় দান, স্নান ও সংযম মানুষকে জীবনের অশুভ প্রভাব থেকে মুক্ত করে। তাই মকর সংক্রান্তি শুধু উৎসব নয়, আত্মশুদ্ধিরও এক বিশেষ দিন।

POST A COMMENT
Advertisement