সৌরজগতে উপস্থিত গ্রহগুলি নির্দিষ্ট সময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে থাকে। সেগুলি জ্যোতিষশাস্ত্রে বক্রি, মার্গী, ইত্যাদি নামে পরিচিত। একটি গ্রহ যখন বিপরীত দিকে চলে তখন তাকে বলা হয় বক্রি। আবার সোজা চলা শুরু করলে তা মার্গী নামে পরিচিত। গ্রহগুলির প্রত্যক্ষ এবং বিপরীতমুখী হওয়ার প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের ওপরেই পড়ে। মঙ্গলকে আগ্রাসন, উদ্যম, সাহস, শক্তি এবং কঠোর পরিশ্রমের গ্রহ হিসেবে ধরা হয়। নতুন বছর ২০২৩-এ মার্গী হতে চলেছে মঙ্গল (Mangal Margi 2023 In Vrishabha Rashi)। এর শুভ প্রভাব কিছু রাশির উপর পড়বে।
কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ শক্তিশালী থাকলে সেই ব্যক্তি ক্ষমতা বৃদ্ধি পায়। মঙ্গল শক্তিশালী হলে তা শুভ এবং ফলদায়ক হয়। নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালের ১৩ জানুয়ারি বৃষ রাশিতে মার্গী হবে মঙ্গল। ফলে কিছু রাশির জাতক জাতিকারা তাঁদের চলার পথে অনুকূল ফল পাবেন।
কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতকদের ব্যবসা ও চাকরিতে মঙ্গল অপ্রত্যাশিত শুভ ফল দেবে। চাকরিজীবী ও ব্যবসায়ীরা উন্নতির নতুন সুযোগ পাবেন। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সকল সদস্যের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
মকর রাশি (Capricorn)
মঙ্গল মার্গী হওয়ার কারণে মকর রাশির জাতক জাতিকারাও ব্যবসায় প্রচুর লাভ পাবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। ছাত্রদের জন্য এই সময়টি খুবই অনুকূল হতে পারে। পড়াশোনায় সাফল্য পাবেন।
কুম্ভ রাশি (Aquarius)
মঙ্গলের কৃপায় কুম্ভ রাশির জাতক জাতিকারা জমি, সম্পত্তি ও যানবাহনের কারবারে প্রচুর লাভ পাবেন। এই রাশির মানুষেরা এই জিনিসগুলি সংক্রান্ত লেনদেন করলে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। পেশাগত জীবনে নতুন পরিচয় পাবেন। শিক্ষার্থীরা একাডেমিক কাজে সাফল্যের মাইল ফলক ছুঁতে পারবেন।
মীন রাশি (Pisces)
মঙ্গলের মার্গী অবস্থানে মীন রাশির জাতক জাতিকারাও ওপরেও শুভ ফল পাবেন। চাকরিজীবীদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। পদোন্নতির কারণে আয় বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। ব্যবসায়ীরাও সাফল্য পাবেন।
(Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল ভিন্ন হতে পারে।)
আরও পড়ুন - ফিরেছে শীতের দাপট, ফের নিম্নচাপের পূর্বাভাস, কবে?