Masik Shivratri 2022 : মাসিক শিবরাত্রি কবে? পুজোয় ভুলেও করবেন না এই কাজগুলি

এই পুজোর সময় শ্রী হনুমান চালিশাও পাঠ করুন। এর ফলে ভক্তের আর্থিক সঙ্কট দূর হয়। যদি কেউ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করেন তবে তাঁর মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। মনে করা হয় মাসিক শিবরাত্রিতে শিবপার্বতীর পুজো করলে সমস্ত ঋণ থেকে মুক্তি পান ভক্ত। 

Advertisement
মাসিক শিবরাত্রি কবে? পুজোয় ভুলেও করবেন না এই কাজগুলিMasik Shivratri 2022
হাইলাইটস
  • আজ মাসিক শিবরাত্রি
  • চলবে আগামিকাল পর্যন্ত
  • নিষ্ঠাভরে পুজোয় পূর্ণ হয় মনোস্কামনা

প্রতিমাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপন করা হয় মাসিক শিবরাত্রি (Masik Shivratri January 2022)। সেই অনুযায়ী জানুয়ারি মাসের চতুর্দশী তিথি শুরু হচ্ছে আজ, অর্থাৎ ৩০ তারিখ সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে, যা চলবে আগামিকাল ৩১ তারিখ দুপুর ২টো ১৪ মিনিট পর্যন্ত। জ্যোতিষাচার্য অরবিন্দ মিশ্র জানান, মাসিক শিবরাত্রির পুজো হয় মধ্যরাত্রে। তাই আজ রাতেই মহাদেবের পুজো করা শুভ বলে জানাচ্ছেন তিনি। একইসঙ্গে এই দিনই রাখা উচিত মাসিক শিবরাত্রির ব্রত। 

ব্রত পালনের নিয়ম
১. সূর্যদয়ের আগে উঠে সেরে ফেলুন স্নান
২. তারপর মন্দিরে গিয়ে বাবা ভোলেনাথ, মা পার্বতী, গণেশ, কার্তিক এবং নন্দীর পুজো করুন
৩. এরপর জল, বিশুদ্ধ ঘি, দুধ, চিনি, মধু দিয়ে রুদ্রাভিষেক করুন শিবলিঙ্গের 
৪. শিবলিঙ্গে দিন বেলপাতা, ধুতরা ও শ্রীফল। তবে শিবলিঙ্গে দেওয়ার আগে বেলপাতা ভাল করে ধুয়ে নেবেন
৫. পুজোর সময় শিব পুরাণ, শিব স্তুতি, শিব অষ্টক, শিব চালিশা এবং শিব শ্লোক পাঠ করুন
৬. পরের দিন ভগবান শিবের পুজো এবং দান করে উপবাস ভাঙুন

এই ভুলগুলি কখনোই করবেন না
ভগবান শিবের পুজো করুন সমস্ত নিয়মবিধি মেনে। পুজো করতে হবে মধ্যরাত্রিতে। এই পুজোর সময় শ্রী হনুমান চালিশাও পাঠ করুন। এর ফলে ভক্তের আর্থিক সঙ্কট দূর হয়। যদি কেউ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করেন তবে তাঁর মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। মনে করা হয় মাসিক শিবরাত্রিতে শিবপার্বতীর পুজো করলে সমস্ত ঋণ থেকে মুক্তি পান ভক্ত। 

আরও পড়ুনআরও নামল তাপমাত্রা, সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা

 

POST A COMMENT
Advertisement