Boro Maa Mandir Closing Dates: বন্ধ থাকলে কীভাবে পুজো দেবেন? নৈহাটির বড়মার মন্দির নিয়ে বড় আপডেট!

Naihati Boro Maa Temple: এক অমোঘ টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় জমান এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য। অনেকে আবার মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন।

Advertisement
বন্ধ থাকলে কীভাবে পুজো দেবেন? নৈহাটির বড়মার মন্দির নিয়ে বড় আপডেট!  নৈহাটির বড়মা

পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির (Kali Mandir) মধ্যে, গত কয়েক বছর ধরে একটি মন্দিরের নাম খুব পরিচিত। যে কোনও অমাবস্যা তিথি তো বটেই, এছাড়াও প্রায় রোজই ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ে এই মন্দিরে। এমনকী সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছেন মন্দিরের কালী মা।

বিশ্বাস অনুযায়ী, মন থেকে ডাকলে মা কাউকে খালি হাতে ফেরান না। কথা হচ্ছে বড়মার (Boro Maa) মন্দির নিয়ে। এবছর ২০ অক্টোবর কালীপুজো। ইতিমধ্যেই বড় মায়ের মন্দিরের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। 

 নৈহাটির বড়মা (Naihati Boro Maa)

'ধর্ম হোক যার যার, বড়মা সবার'।  বড়মার খ্যাতি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও। চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে জাগ্রত বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর কালীপুজোর সময় হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় জমান এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য। অনেকে আবার মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গাস্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন।  বড় কালী সমিতি ট্রাস্টের কালীপুজোই আসলে বড়মার পুজো বলে পরিচিত। 

আরও পড়ুন: নতুন বছরে ৪ গ্রহের অবস্থান পরিবর্তনে সৌভাগ্য ৫ রাশির! ২০২৬ সাল লাকি এদের জন্য

 

naihati boroma

বড়মার মন্দির বন্ধ থাকবে? (Boro Maa mandir Closing Dates)

আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর বন্ধ থাকবে বড়মার মন্দির। বার্ষিক পুজো উপলক্ষে সর্বসাধারণের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে পূর্ব নির্ধারিত সময় মতো মন্দিরে পুজো দেওয়া যাবে। এছাড়াও বার্ষিক পুজো উপলক্ষে ১০ থেকে ৩১ অক্টোবর মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে। ৩ নভেম্বর থেকে পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে পূর্ব নির্ধারিত সময় মতো। 

আরও পড়ুন:  শনির সাড়ে সাতির প্রভাবে ২০২৬ সালেও ৩ রাশির! কারা মুক্তি পাবে?

Advertisement

 

boroma mandir notice

বড়মার বার্ষিক পুজো (Boroma Varshik Puja)

কালীপুজোর সময় প্রতি বছরই মূল মন্দিরের পুজো বন্ধ থাকে। সেই সময় মন্দিরের রক্ষণাবেক্ষণ ও কাজ হয়। মন্দির রং হয়। এছাড়াও মায়ের অঙ্গরাগ হয়। ২৯ অক্টোবর বড়মার মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এদিন মায়ের প্রতিষ্ঠা পুজো হয়।

 আরও পড়ুন: রাহু প্রভাবে ৩ রাশির জীবনে সমৃদ্ধি, সাফল্যের ঝড়! আপনি লাকি?

 

boro ma temple

এবছর কখন পুজো ও ভোগ? (Boroma Mandir Puja Bhog On Kali Puja 2025) 

সেই জাগ্রত কালীর পুজো এ বার ১০২ বছরে পা দিতে চলেছে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন প্রথা মেনে মায়ের কাঠামো পুজো সম্পন্ন হয়েছে। পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বাংলা ডট আজতক ডট ইন-কে জানান, "২০ অক্টোবর, কালীপুজোর রাতে বড়মার মূল পুজো। এদিন সারাদিন দণ্ডি কাটবে ভক্তরা। রাত ১২টায় পুজো। ২.৩০ মিনিটে অঞ্জলি হয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। যতক্ষণ ভোগ থাকে, আমরা ততক্ষণ বিতরণ করি। এর পরের দিন, ২১ অক্টোবর দুপুর ও রাতে পুজো হবে। ২২ অক্টোবরও দু'বেলা পুজো হবে। ২৪ অক্টোবর বড়মার প্রতিমা নিরঞ্জন হবে।" 


 

POST A COMMENT
Advertisement