New Year 2024 Gift Astro: বছরের প্রথম দিন এইগুলো ভুলেও কাউকে উপহার দেবেন না, দুর্ভাগ্য পিছু ছাড়বে না

New Year 2024 Gift Astro: কিছু জিনিস আছে এগুলো নতুন বছরের প্রথম দিন কাউকে দেবেন না। যদি এগুলো আপনি কাউকে উপহার দেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই আগেই সাবধান হোন।

Advertisement
বছরের প্রথম দিন এইগুলো ভুলেও কাউকে উপহার দেবেন না, দুর্ভাগ্য পিছু ছাড়বে নাবছরের প্রথম দিন এইগুলো ভুলেও কাউকে উপহার দেবেন না, দুর্ভাগ্য পিছু ছাড়বে না
হাইলাইটস
  • বছরের প্রথম দিন এইগুলো
  • ভুলেও কাউকে উপহার দেবেন না
  • দুর্ভাগ্য পিছু ছাড়বে না

New Year 2024 Gift Astro: ২০২৪ সাল বা খ্রীষ্টাব্দ দোরগোড়ায়। কয়েকটা দিনের মাত্র অপেক্ষা। আর এই নতুন বছরে আমরা অনেকেই সকলকে নানান রকম উপহার দিয়ে থাকি, বন্ধু-আত্মীয়-পরিজনদের। তবে কিছু জিনিস আছে এগুলো নতুন বছরের প্রথম দিন কাউকে দেবেন না। যদি এগুলো আপনি কাউকে উপহার দেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই আগেই সাবধান হোন।

জুতো (Shoe)

নববর্ষের প্রথম দিন কাউকে জুতো একদমই দেবেন না। এতে তার আর্থিক অবস্থা যেমনি দুর্বল হয়ে পড়বে, ঠিক তেমন আপনারও হবে। বলা হয়, এগুলি উপহার দেওয়া অত্যন্ত অশুভ। তাই এজিনিস গুলি কখনোই কাউকে কোনও শুভদিনেই উপহার দেওয়া উচিত নয়।

ঘড়ি (Clock And Wrist Watch)

আমরা প্রায় সকলকেই ঘড়ি উপহার দিয়েই থাকি। তবে এই ঘড়ি দেওয়া কিন্তু ভালো না। এটি আপনার জন্য ততটা শুভ নয়। এটি দিলে আপনার কর্মক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার মন কখনোও কর্মক্ষেত্রে স্থির থাকবে না। কোনও কাজে আপনি তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। মাথা ঠান্ডা রাখতে পারবেন না। তাই ঘড়ি কখনোই কাউকে উপহার দেবেন না।

চামড়ার জিনিস (Lether)

নতুন বছরের প্রথম দিনে কাউকেই চামড়া জিনিস উপহার দেবেন না। বলা হয়, চামড়া জিনিস উপহার দেওয়া অত্যন্ত অশুভ। এটি যদি আপনি যাকে এগুলি করবেন তাকে সারা বছর নানান সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। কোনও কাজেই তিনি সফলতা অর্জন করতে পারবেন না।

ধারালো জিনিস (Sharp Object)

নতুন বছরের প্রথম দিন যখন আপনি কাউকে কোনও উপহার দেবেন তখন ভুলেও কিন্তু ধারালো জিনিস যেমন ছুরি-কাঁচি ইত্যাদি জিনিস উপহার দেবেন না। বলা হয়,এগুলি কাউকে উপহার দেওয়া সংসারে অশান্তিকে ডেকে আনা, সেই সঙ্গে ঘরের ইতিবাচক শক্তি বিদায় নিয়ে নেতিবাচক প্রবেশ করবে এবং নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে।

Advertisement

স্টিল বা প্লাস্টিকের (Steel And Plastic Things)

জ্যোতিষশাস্তে বলা হয়, স্টিল বা প্লাস্টিকের তৈরি জিনিস কাউকে উপহার দেওয়া উচিত নয়।। কারণ, এটিতে আপনার ব্যবসায় খারাপ প্রভাব পড়বে। ব্যবসায় ক্ষতি হতে পারে। ঘরে অশান্তি লেগে থাকবে। কোনও কাজে তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। নানান অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হতে পারে।

কালো কাপড় (Black Clothes)

নববর্ষে কাউকে কালো কাপড় উপহার দেবেন না, কালো কাপড় হল অশুভের প্রতীক। তাই তার সঙ্গে যাকে আপনি এটি উপহার দেবেন, তার সঙ্গে আপনার নানান সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আগে থেকেই সাবধান হন।


 

POST A COMMENT
Advertisement