অ্যাঞ্জেল নম্বর ১১১আজ ১ জানুয়ারি, ২০২৬। আর এই দিনটা একটা দারুণ শুভ সংযোগ সঙ্গে করে এসেছে। এই তারিখের মধ্যেই লুকিয়ে রয়েছে কিছু শুভ যোগ। অঙ্ক জ্যোতিষ জানাচ্ছে, ২০২৬ সালের মোট যোগফল ১০। আর এর মূলাঙ্ক হল ১। এই অঙ্কটা হল সূর্যের। যার ফলে এই বছরটা সূর্যের বলা হচ্ছে। এখানেই শেষ নয়, এই বছরের প্রথম তারিখ, প্রথম মাস এবং ২০২৬ সাল যোগ করে ১১১ অঙ্ক পাওয়া যায়। আর এই নম্বরটা অ্যাঞ্জেল নম্বর বলে মনে করা হয় নিউমেরোলজিতে। আর জ্যোতিষবিদ ডঃ অরুণেশ কুমার শর্মা আমাদের অ্যাঞ্জেল নম্বরের মাহাত্ম জানালেন।
কী সংকেত মিলল অ্যাঞ্জেল নম্বরের?
জ্যোতিষবিদের মতে, নতুন বছরের শুভ দিনে ১১১ অ্যাঞ্জেল নম্বর সাধারণ কোনও সংযোগ নয়। এর মধ্যেই শুভ কোনও সংকেত রয়েছে। অঙ্ক জ্যোতিষ মতে, এই নম্বরটা খুবই শক্তিশালী। এর জন্য ইতিবাচক শক্তি তৈরি হতে পারে। পাশাপাশি নতুন অধ্যায় হতে পারে সৃষ্টি। এমনকী বড় বদল আসতে পারে জীবনে। শুধু তাই নয়, এই নম্বরের সংযোগের জন্য জীবনে বড় কোনও সুযোগ আসতে পারে। আর্থিক স্থিতি ফিরতে পারে। বাড়তে পারে আত্মবিশ্বাস।
১. আর্থিক স্থিতি বদলে যাবে
এই সংযোগের জন্য বদলে যেতে পারে আপনার আর্থিক স্থিতি। এই নম্বর দেশের অর্থ ব্যবস্থাকে আরও মজবুত হওয়ার দিকেই ইশারা করছে। এর ফলে মানুষের আয় বৃদ্ধি হতে পারে। এই বছর শেয়ারবাজার অনেকটা লাফাতে হবে। এই সময় থ্রি হোয়াইট সোলজার তৈরি হতে পারে। এমন ক্যানডেল স্টিক তৈরি হলেই মার্কেট উপরের দিকে যেতে পারে।
২. স্বাস্থ্য ফিরবে
এই জ্যোতিষবিদের মতে, করোনার সময় থেকে বেড়েছে স্বাস্থ্যের সমস্যা। তবে এই সময় তার থেকে মুক্তি মিলতে পারে। চোখ, হার্ট, হাড় এবং পেটের সমস্যা থেকে মিলবে মুক্তি। ইতিবাচক প্রভাব পড়বে স্বাস্থ্যের উপর। বাচ্চা এবং বয়স্কদের স্বাস্থ্য ফিরবে।
৩. কনফিডেন্স বৃদ্ধি পাবে
২০২৬ সালে পজিটিভ এনার্জি আনবে। বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। পাশাপাশি কেরিয়ারেও উন্নতি হবে নিশ্চিত। যাঁরা অনেক দিন ধরে বড় পদের আশা করছেন, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। সর্বত্র সম্মান পাবেন।
৪. সম্পর্ক ঠিক হবে
১১১ অ্যাঞ্জেল নম্বর আপনার ভালবাসার সম্পর্ককে আরও গাঢ় করে তুলবে। যাঁরা এতদিন সিঙ্গল জীবন কাটাচ্ছিলেন, তাঁরা নতুন করে সম্পর্ক তৈরি করতে পারবেন। এই সময় আপনাদের জীবনে প্রবেশ করবে নতুন মানুষ।
এছাড়া এই সময় আপনি প্রফেশনাল এবং পার্সোনাল জীবনে ভারসাম্য আনতে পারবেন। সঙ্গীর সঙ্গে ভালোবাসাও বাড়বে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।