scorecardresearch
 

November 2021 Vrats & Festivals: দীপাবলি থেকে জগদ্ধাত্রী পুজো! জানুন পার্বণে ভরা নভেম্বর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ

November 2021 Vrats & Festivals: দীপাবলি থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, সব এই বছর পড়েছে নভেম্বর মাসেই। তালিকায় রয়েছে ভাইফোঁটা, রাসযাত্রা, ছট পুজোর মতো পার্বণও। উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো-পার্বণ, দেখে নিন এক নজরে। 

Advertisement
নভেম্বর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ  নভেম্বর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ
হাইলাইটস
  • ২০২১ সালের নভেম্বর মাস উৎসবে ভরা।
  • ১৭ নভেম্বর পর্যন্ত থাকবে কার্তিক মাস।
  • ১৮ নভেম্বর থেকে শুরু হবে অগ্রহায়ণ মাস।

November 2021 Vrats & Festivals: হিন্দু পঞ্জিকা ও বাংলা ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের নভেম্বর (November) মাস উৎসবে (Festivals) ভরা। এই সময়কালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব ও পুজো রয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত থাকবে কার্তিক মাস এবং ১৮ নভেম্বর থেকে শুরু হবে অগ্রহায়ণ মাস। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসভর রয়েছে নানা ধর্মীয় রীতি। 

দীপাবলি থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, সব এই বছর পড়েছে নভেম্বর মাসেই। তালিকায় রয়েছে ভাইফোঁটা, রাসযাত্রা, ছট পুজোর মতো পার্বণও। উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো-পার্বণ, দেখে নিন এক নজরে। 

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, নভেম্বর মাসের ব্রত- উৎসবের দিন (November 2021 Vrats & Festivals)

* ২ নভেম্বর - ধনতেরাস 

* ৩ নভেম্বর - ভূত চতুর্দশী 

* ৪ নভেম্বর - কালী পুজো বা দীপাবলি 

* ৫ নভেম্বর - অন্নকূট/ গোবর্ধন পুজো 

* ৬ নভেম্বর - ভাইফোঁটা 

* ১০ নভেম্বর - ছট পুজো 

* ১৩ নভেম্বর - জগদ্ধাত্রী পুজো 

* ১৫ নভেম্বর - দেবোত্থান একাদশী 

* ১৭ নভেম্বর - কার্তিক পুজো 

* ১৮ নভেম্বর - রাসযাত্রা 

* ১৯ নভেম্বর - গুরুনানক জয়ন্তী 

আরও পড়ুন:  রাশি অনুযায়ী বেছে নিন দীপাবলির উপহার! ব্যক্তিগত ও কর্মজীবনে উন্নতি হবে

কথায় বলে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে এই নভেম্বর মাসেই। মূলত সেপ্টেম্বর মাস থেকে বিশ্বকর্মা পুজোর পর থেকেই শুরু হয় উৎসবের মরসুম। এরপর মহালয়া, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা এবং জগদ্ধাত্রী পুজো দিয়ে শেষ হয় বাঙালি হিন্দুদের মূল ফেস্টিভ সিজন। এরপর প্রতিমাসেই আরও অন্যান্য পার্বণ থাকলেও, মূলত সকলের মূল অপেক্ষা থাকে সরস্বতী পুজো।  

Advertisement

 

Advertisement