জ্যোতিষশাস্ত্রে যেভাবে ১২টি রাশির ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করা হয়, ঠিক সেভাবেই মূলাঙ্কের ভিত্তিতে সংখ্যাতত্ত্বে ব্যক্তির স্বভাব ও প্রকৃতির আভাস মেলে। সংখ্যাশাস্ত্রে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাকে বলা হয় মূলাঙ্ক। ব্যক্তির জন্ম তারিখের উপর নির্ভর করে তাঁর মূলাঙ্ক। যেমন আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাঁর মূলাঙ্ক ১ ও ৭-এর যোগফল ৮।
সংখ্যাতত্ত্বে যে কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মূলাঙ্ক হয় ৮। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৮ মূলাঙ্কের বিশেষ যোগ রয়েছে। তা সে নোটবন্দি বা লকডাউনের মতো সিদ্ধান্ত। রাত ৮টায় ঘোষণা করা হোক বা ২৬ ডিসেম্বর (২+৬=৮) প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কিংবা ২৬ মে (২+৬=৮) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। এই ৮ মূলাঙ্কের উপর থাকে শনির কৃপা। তাঁর নেকনজরে থাকা ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা পান পদ ও প্রতিষ্ঠা। তাঁদের গতি হয় অপ্রতিরোধ্য। কারণ স্বয়ং শনিদেব তাঁদের পাশে আছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক দেরিতে রাজনৈতিক জীবন শুরু করেছেন। সাফল্য এসেছে জীবনের পরবর্তী অধ্যায়। এটাই ৮ মূলাঙ্কের প্রকৃতি। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা প্রচণ্ড পরিশ্রমী হন। লক্ষ্যের প্রতি নিবেদিতপ্রাণ। সংখ্যাতত্ত্ব অনুসারে,এই মূলাঙ্কের জাতক-জাতিকারা সাধারণত ৩৫ থেকে ৪০ বছর বয়সের পরে দুর্দান্ত সাফল্য পান। কাশ্মীরের শ্রীনগরের লাল চকে তেরঙা পতাকা উত্তোলনের সময় ৪০ বছর বয়স ছিল মোদীর। তারও পরে হয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী। দিল্লির রাজনীতির ধারেকাছেও না থেকে তাঁর এই উত্থানই বলে দেয় শনির কৃপা থাকলে জীবনে কী হতে পারে! তাঁর আশিসে ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা জীবনে অনেক উন্নতি ও খ্যাতি লাভ করে। উচ্চ পদ লাভ করেন। কঠোর পরিশ্রমের পরে দুর্দান্ত সাফল্য পান।
নোটবন্দি, লকডাউনের মতো সিদ্ধান্তই আগে থেকে কাউকে জানতে দেননি মোদী। এটাই মূলাঙ্ক ৮-র জাতক-জাতিকাদের স্বভাব। তাঁর সব কিছুই গোপন রাখেন। সহজে কাউকে কোনও কথা বলেন না। নীরবেই কাজ করে যান। তাঁদের যতই দরিদ্র পরিবারে জন্ম হোক না কেন, যতই কঠিন সংগ্রামের মুখোমুখি হোন না কেন রা কাড়েন না। আর সফলও হন। সহজে কাউকে বন্ধু করেন না। তবে একবার বন্ধু হলে সবসময় তাঁর পাশে থাকেন।
সঞ্চয় করতে পারেন ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা। খুব সাধারণ জীবনযাপন করেন। সবসময় কাজের প্রতি আবেগ থাকে। সময়ের প্রতি যত্নবান। সুশৃঙ্খল জীবন কাটাতে ভালবাসেন।
আরও পড়ুন- প্রেম টেকে আজীবন, জেনে নিন রাশি অনুযায়ী কে আপনার সেরা পার্টনার