Numerology: নাম শুরু 'ম' দিয়ে? চরিত্র কেমন হয়-সতর্ক থাকবেন কী নিয়ে?

Numerology: 'ম' দিয়ে নাম শুরু হলে এঁরা খুব পরিশ্রমী স্বভাবে হন। সেই সঙ্গে ভবিষ্যত নিয়েও বেশ চিন্তিত থাকেন। ভবিষ্যত ভালো রাখার জন্য এরা অনেক পরিশ্রম করতে পারেন। প্রত্যেকটি পদক্ষেপ এরা বুঝে শুনে নিয়ে থাকেন। এক কথায় বলা যায় এরা অত্যন্ত সাবধানী হয়ে থাকে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে।

Advertisement
নাম শুরু 'ম' দিয়ে? চরিত্র কেমন হয়?ম দিয়ে নাম শুরু হলে ব্যক্তিত্ব কেমন।
হাইলাইটস
  • নাম শুরু 'ম' দিয়ে?
  • চরিত্র কেমন হয়-সতর্ক থাকবেন কী নিয়ে?
  • জানুন বিস্তারিত তথ্য

Numerology: নামের প্রথম অক্ষর সেই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে তা প্রকাশ করে। প্রত্যেকের নামের প্রথম অক্ষরের পিছনে একটি অর্থ রয়েছে। সংখ্যাতত্ত্ব মতে এই অক্ষরের গুরুত্ব অনেক। সংশ্লিষ্ট ব্যক্তির চরিত্র এবং ভবিষ্যত কেমন হতে পরে তারও ইঙ্গিত দিতে পারে নামের প্রথম অক্ষর। জেনে  নিন 'ম' দিয়ে নাম শুরু হলে কেমন হয় সেই ব্যক্তির ব্যক্তিত্ব। 

কেমন হয় ব্যক্তিত্ব?

'ম' দিয়ে নাম শুরু হলে এঁরা খুব পরিশ্রমী স্বভাবে হন। সেই সঙ্গে ভবিষ্যত নিয়েও বেশ চিন্তিত থাকেন। ভবিষ্যত ভালো রাখার জন্য এরা অনেক পরিশ্রম করতে পারেন। প্রত্যেকটি পদক্ষেপ এরা বুঝে শুনে নিয়ে থাকেন। এক কথায় বলা যায় এরা অত্যন্ত সাবধানী হয়ে থাকে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। বেশিরভাগ সময় এরা চিন্তায় মগ্ন থাকেন।

বন্ধুর সঙ্গে কিছু হয়েছে বা পরিবার নিয়ে বেশিরভাগ সময়েই এরা চিন্তায় থাকেন। তাড়াহুড়ো করে কোনও কাজ করতে এরা পছন্দ করেন না। এমনকী কোনও সিদ্ধান্তে আসার ক্ষেত্রেও এঁরা সময় নেন। হঠাৎ করে কোনও সিদ্ধান্তে চলে আসেন না এরা। অন্যের কাছে নিজেকে সাবলীল করে তুলতে এরা বেশ সময় নেন। বুঝে শুনে আলাপ করতে এঁরা বিশ্বাসী। 

সতর্ক থাকবেন কোন বিষয়ে?

তবে কোনও কোনও ক্ষেত্রে 'ম' দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁদের সাবধান থাকা উচিত। কারণ এঁরা মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন। নিজের পছন্দমতো কোনও কাজ না হলেই রেগে যান এঁরা। এই সময়ে অনেক ক্ষেত্রে চিন্তা না করিয়ে তাঁরা পদক্ষেপ নিয়ে বসেন। আর এতেই অনেক বিপত্তি বাড়ে তাঁদের। ফলে এই ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। 'ম' দিয়ে নাম শুরু হলে সাধারণত এরা আবেগপ্রবণ হন। নিজেদের কাছের মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকেন। সেই সঙ্গে এরা অত্যন্ত কর্মমুখী হয়ে থাকেন। কাজ করতে খুব পছন্দ করেন এঁরা। অত্যন্ত পরিশ্রমী এবং ব্যত্তিত্বসম্পন্ন মানসিকতা সম্পূর্ণ হয়ে থাকেন 'ম' দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিত্বরা।

Advertisement

POST A COMMENT
Advertisement