One Rupee Coin Luck Tips: অনেকে আছেন, যাঁরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পান না। কর্মক্ষেত্রে মন দেন, ফল মেলে না। অর্থসঙ্কট যেন পিছু ছাড়ে না কিছুতেই। জ্যোতিষশাস্ত্র বলছে, এমন অবস্থার জন্য দায়ী হতে পারে ভাগ্যরোগ। তবে এক টাকার সাধারণ মুদ্রাতেই লুকিয়ে থাকতে পারে সেই সমস্যা থেকে মুক্তির উপায়।
জ্যোতিষ মতে, এক টাকার কয়েনকে কেন্দ্র করে কিছু সহজ প্রতিকার রয়েছে, যা আর্থিক সমস্যা কমায়, ভাগ্যকে উজ্জ্বল করে তোলে। রইল এমনই কিছু কার্যকরী উপায়।
কাজে আসবে ময়ূরের পালক:
চাকরি বা কেরিয়ারে বারবার বাধা আসছে? কঠোর পরিশ্রম করেও সাফল্য অধরা? এক টাকার কয়েনের সঙ্গে রাখুন একটি ময়ূরের পালক। বিশ্বাস, এতে কর্মজীবনে উন্নতি হবে, কাজের ক্ষেত্রেও মিলবে নতুন সুযোগ।
লক্ষ্মীর আশীর্বাদ চান?
অর্থসঙ্কট কাটিয়ে উঠতে চাইলে লক্ষ্মীপুজোর সময় একটি এক টাকার মুদ্রা নিজের হাতে রাখুন। সর্ষের তেলে মাটির প্রদীপ জ্বালিয়ে সেই কয়েনটিকে সঙ্গে রাখুন পুজোয়। এতে মা লক্ষ্মী তুষ্ট হন বলে মত বিশেষজ্ঞদের।
পারিবারিক শান্তির জন্য:
বাড়িতে কলহ, টানাপড়েন, দাম্পত্য অশান্তি বা অন্য কোনও সমস্যা থাকলে, এক মুঠো চাল ও এক টাকার কয়েন নিয়ে যান নিকটবর্তী মন্দিরে। প্রার্থনা করে চাল ও মুদ্রা মন্দিরের এক কোণে রেখে দিন। মান্যতা, এতে পরিবারের অশান্তি ধীরে ধীরে কেটে যায়।
রোগ মুক্তির উপায়:
শরীরে দীর্ঘস্থায়ী রোগ বাসা বেঁধেছে? মাথায় এক টাকার মুদ্রা ও লাল-হলুদ রঙের মৌলি সুতো রেখে পরের দিন শিব মন্দিরে গিয়ে অর্পণ করুন সেই সামগ্রী। এই প্রতিকার রোগমুক্তিতে সহায়ক হতে পারে বলে মনে করা হয়।
শনির প্রকোপ কাটাতে:
শনি দোষে ভুগছেন? এক টাকার মুদ্রার সঙ্গে নিন এক মুঠো উড়দ ডাল। তারপর সেই দুটি সামগ্রী সাতবার নিজের চারপাশে ঘুরিয়ে দিন। শেষে একটি নদীতে বা প্রবাহমান জলে তা ভাসিয়ে দিন। শাস্ত্র মতে, এটি শনির কুদৃষ্টি থেকে রক্ষা করে।