scorecardresearch
 

Padmini Ekadashi 2023: আজ পদ্মিনী একাদশী, জেনে নিন শুভ সময়-পুজোর পদ্ধতি 

সারা বছরে মোট ২৪টি একাদশী রয়েছে। কিন্তু মলমাস ও পুরুষোত্তম মাসে একাদশীর সংখ্যা বেড়ে ২৬ হয়। মালামাসের শুক্লপক্ষের একাদশী বা অধীকামাকে পদ্মিনী একাদশী বলা হয়। এই একাদশী অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পদ্মিনী একাদশী অধীকামা একাদশী, পুরুষোত্তম একাদশী বা মলমাসী একাদশী নামেও পরিচিত। এবার পদ্মিনী একাদশীর উপবাস পালিত হচ্ছে ২৯শে জুলাই অর্থাৎ আজ। অধীকামাসে পড়ার কারণে এই একাদশীর গুরুত্ব আরও বেড়েছে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • সারা বছরে মোট ২৪টি একাদশী রয়েছে।
  • কিন্তু মলমাস ও পুরুষোত্তম মাসে একাদশীর সংখ্যা বেড়ে ২৬ হয়।

সারা বছরে মোট ২৪টি একাদশী রয়েছে। কিন্তু মলমাস ও পুরুষোত্তম মাসে একাদশীর সংখ্যা বেড়ে ২৬ হয়। মালামাসের শুক্লপক্ষের একাদশী বা অধীকামাকে পদ্মিনী একাদশী বলা হয়। এই একাদশী অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পদ্মিনী একাদশী অধীকামা একাদশী, পুরুষোত্তম একাদশী বা মলমাসী একাদশী নামেও পরিচিত। এবার পদ্মিনী একাদশীর উপবাস পালিত হচ্ছে ২৯শে জুলাই অর্থাৎ আজ। অধীকামাসে পড়ার কারণে এই একাদশীর গুরুত্ব আরও বেড়েছে।

পদ্মিনী একাদশীর শুভ সময় (পদ্মিনী একাদশী 2023 শুভ মুহুর্ত) সাবন মাসের দ্বিতীয় একাদশী, পদ্মিনী একাদশী ২৯শে জুলাই অর্থাৎ আজ পালিত হচ্ছে। একাদশী তিথি ২৮ জুলাই শুরু হয়েছে অর্থাৎ আগামীকাল দুপুর ২.৫১ মিনিটে এবং শেষ হবে ২৯ জুলাই অর্থাৎ আজ দুপুর ১.৫০ মিনিটে। পদ্মিনী একাদশীর পরণের সময় ৩০ জুলাই অর্থাৎ আগামীকাল সকাল ৫.৪১ মিনিট থেকে সকাল ৮.২৪ পর্যন্ত হবে।

এ বছর পদ্মিনী একাদশীতে দুটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। এই দিনে ব্রহ্মা ও ইন্দ্র যোগ থাকবে। ব্রহ্ম যোগ ২৮ জুলাই সকাল ১১.৫৬ টা থেকে ২৯ জুলাই সকাল ০৯.৩৪ টা পর্যন্ত থাকবে। এরপর ২৯ জুলাই সকাল ৯.৩৪ থেকে ৩০ জুলাই সকাল ৬.৩৩ মিনিট পর্যন্ত ইন্দ্র যোগ থাকবে। পদ্মিনী একাদশী পূজা পদ্ধতি সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন। নির্জল উপবাস রেখে বিষ্ণু পুরাণ শ্রবণ করুন বা পাঠ করুন। স্তোত্র জপ করতে করতে রাতে জেগে থাকুন। প্রতি রাতে বিষ্ণু ও শিবজির পূজা করুন। প্রতিটি পর্বে ভগবানকে বিভিন্ন নৈবেদ্য পেশ করুন যেমন প্রথম পর্বে নারকেল, দ্বিতীয় পর্বে লতা, তৃতীয় পর্বে কাস্টার্ড আপেল এবং চতুর্থ পর্বে কমলা ও সুপারি ইত্যাদি। দ্বাদশীর দিন সকালে ভগবানের পূজা করুন। অতঃপর ব্রাহ্মণকে অন্ন প্রদানের পর তাকে দক্ষিণাসহ বিদায় দিন। এর পরে, আপনি নিজেই খান। পদ্মিনী একাদশীর প্রতিকার (পদ্মিনী একাদশী উপায়) 

আরও পড়ুন

Advertisement

১. যারা নিঃসন্তান, তাদের পদ্মিনী একাদশীর উপবাস করা উচিত, এর পুণ্যের প্রভাবে পুত্রের জন্ম হয়। 
২. পদ্মিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর নারায়ণ কবচ পাঠ করা আবশ্যক। এই কবচ পাঠ করলে ঘরে খ্যাতি বৃদ্ধি পায়। 
৩. পদ্মিনী একাদশীর দিন, দুধের তৈরি খীরের মধ্যে তুলসী রাখুন এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এই প্রতিকারে দেশবাসীর দাম্পত্য জীবন সুখের হবে। 
৪. অর্থের সমস্যা দূর করতে পদ্মিনী একাদশীর দিন বিষ্ণুকে জাফরান দ্রবীভূত দুধে অভিষেক করতে হবে।

 

Advertisement