Papmochoni Ekadashi 2024: চলতি বছর ৫ এপ্রিল পাপমোচিনী একাদশী পালিত হবে। একাদশী তিথি শুরু হবে ৪ এপ্রিল সন্ধ্যা ৪টা ১৫ মিনিটে। পরের দিন ৫ এপ্রিল দুপুর ১টা ২৮ মিনিটে শেষ হবে। উদয়া তিথি অনুযায়ী ৫ এপ্রিল পাপমোচিনী একাদশী পালিত হবে।
চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে পাপমোচিনী একাদশী ব্রত পালন করা হয়। একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। নারায়ণের আশীর্বাদে পারিবারিক সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায়। চলতি বছর কবে পাপমোচিনী একাদশী, কোন সময়ে পুজো করবেন, সে সব জেনে নিন এখানে।
পাপমোচিনী একাদশীর পুজোর নিয়ম
পাপমোচিনী একাদশীতে সকালে তাড়াতাড়ি উঠে স্নানের পর ব্রতর সংকল্প নিন।
বাড়ির ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিন। তার পর কাঠের ছোট চৌকীতে বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন।
পঞ্চামৃত দিয়ে বিষ্ণুকে স্নান করান।
এর পর হলুদের তিলক করুন। হলুদ মালা পরান।
বিষ্ণুকে পঞ্চামৃতর ভোগ নিবেদন করুন।
বিষ্ণুর ধ্যান ও মন্ত্রোচ্চারণ করতে ভুলবেন না।
একাদশীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন। তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসমাপ্ত থেকে যায়।
আরতী করে পুজো সম্পন্ন করুন।
পাপমোচিনী একাদশীর মাহাত্ম্য
শাস্ত্র মতে পাপমোচিনী একাদশীর ব্রত পালন ও উপবাস করলে ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে। পাশাপাশি সন্তান লাভের মনস্কামনা পূরণ হয়। ব্যক্তির সমস্ত মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে এই একাদশী ব্রত। পাপ থেকে মুক্তি প্রদান করে বলে এটি পাপমোচিনী একাদশী নামে পরিচিত।