Paush Amavasya Kali Puja 2026: মা কালীকে মুলো নিবেদন করা হয়, পৌষ অমাবস্যার বিষয় নিয়ম জেনে নিন

Paush Kali Puja: হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। যার মধ্যে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে।

Advertisement
মা কালীকে মুলো নিবেদন করা হয়, পৌষ অমাবস্যার বিষয় নিয়ম জেনে নিনপৌষ অমাবস্যায় কালী পুজো

হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে। গোটা বছরে মোট ১২টি অমাবস্যা পালিত হয়। এদিকে হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে  মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। যার মধ্যে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে।

পৌষ মাসের তৃতীয় পক্ষের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজোকে, পৌষকালী পুজোও বলা হয়। অনেকে আবার বকুল অমাবস্যাও বলে। বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষকালী পুজোর বিপুল প্রচলন দেখা যায়। এই অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা বহু পৌরণিক কাহিনি ও নানাবিধ আচার।  

আরও পড়ুন: ৬ রাশির আয়ের নতুন পথ খুলবে, পকেটে টান পড়বে এদের! নতুন সপ্তাহে কার কপাল কেমন?

পৌষ অমাবস্যার তাৎপর্য

পৌষকালী শুধু দেবীই নন, তিনি সর্বশক্তির আধার। অশুভ শক্তিকে হঠিয়ে তিনি হলেন ভক্তের কল্যাণেরও দেবী। এই তিথিতে শক্তির প্রবাহ অত্যন্ত বেশি থাকে বলে মনে করা হয়, যা ইতিবাচক ও নেতিবাচক উভয়ই হতে পারে। এদিন দেবীর পুজো করলে বিশেষ ফল লাভ হয় এবং আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই পুজোয় ভক্তরা মায়ের কাছে সাংসারিক সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন। কথিত আছে, এই তিথিতেই অশুভ শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে এবং তৈরি হয় অশুভ যোগ। তাই সব কিছু অন্ধকার সরিয়ে ফেলতে পুজো করা হয় পৌষকালী।

কথিত আছে, পৌষকালী আরাধনা করা হলে জীবনে সুখ-শান্তির বন্যা বয়ে যায়, নেমে আসে সৌভাগ্য ও সাফল্য। হিন্দু ধর্মে, পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অমাবস্যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। পৌষ মাসে এই অমাবস্যা বিশেষভাবে শুভ এবং কল্যাণকর বলে বিশ্বাস করা হয়। 

Advertisement

পৌষকালীর রূপ  

এই দিনে দেবী পৌষকালী পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন। সাধারণত মায়ের দক্ষিণাকালী রূপের অনুরূপ মূর্তি প্রতিষ্ঠা করে এই পুজো হয়। পৌষকালীর পুজোর সময় মূর্তি তৈরিতে গঙ্গামাটি বা পবিত্র কোনও নদীর মাটি দিয়ে তৈরি করা হয়। রীতি মেনে এই কালী মূর্তির রং হয় কালো বা নীল। চারটি হাতের মধ্যে ডানদিকে উপরের হাতে থাকে শঙ্খ, নিচের হাতে খড়গ এবং বামদিকের উপরের হাতে থাকে ভদ্রমুদ্রা ও নিচের হাতে থাকে নরমুণ্ড। 

মুলো নিবেদন

এই পুজোর অন্যতম উপকরণ হল মুলো। দেবীকে মুলো নিবেদন করা হয়, যা চৈত্র মাস পর্যন্ত ভক্তরা গ্রহণ করেন না বলে প্রচলিত আছে। 

আরও পড়ুন: ২০২৬ সালের শুরু চতুর্গ্রহী যোগ! সূর্য, মঙ্গল, বুধ ও শুক্রের মীলনে ৩ রাশির ডাবল লাভ

পৌষ কালীপুজোর দিনক্ষণ 

এবছর পৌষ অমাবস্যা পড়েছে ১৯ ডিসেম্বর বা ৩ পৌষ। এদিন পৌষ কালীপুজোর দিন। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার (৩ পৌষ) শেষ রাত ৪/৪১/৫৩ ২০ ডিসেম্বর শনিবার (৪ পৌষ) থাকব অমাবস্যা তিথি।

 

POST A COMMENT
Advertisement