scorecardresearch
 

Pitru Visarjan Amavasya 2021 : চরম দুর্ভাগ্য এড়াতে মহালয়ায় এই কাজগুলি ভুলেও নয়

সর্বপিতৃ অমাবস্যা মঙ্গলবার সন্ধ্যে ৭টা ৪ মিনিট থেকে বুধবার বিকেল ৪টে ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। এই দিন তর্পণের পর দুঃস্থদের খাওয়ানো উচিত। শাস্ত্রমতে শ্রাদ্ধের পর গরু, কাক, আগুন, পিঁপড়ে ও ককুরকে খাওয়ালে পিতৃপুরুষের আত্মা তৃপ্ত হয়। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কেউ খাবার চাইলে ফেরাবেন না
  • মাছ মাংস বা মদ্যপান নয়
  • নতুন পোশাক কিনবেন না

মহালয়া (Mahalaya 2021), অর্থাৎ পিতৃপক্ষের (Pitru Paksha 2021) অবসান। এই দিনটিকে সর্বপিতৃ অমাবস্যা (Sarva Pitru Amavasya 2021) বা পিতৃ বিসর্জন অমাবস্যাও (Pitru Visarjan Amavasya 2021) বলা হয়। শাস্ত্রেও এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকী এই দিনে কিছু কিছু কাজ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী। 

ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না - আজ যদি কেউ দান-দক্ষিণা বা খাবার চান তাহলে তাঁকে কখনওই কালি হাতে ফেরাবেন না। সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব দান করুন। এক্ষেত্রে দান হিসেবে আটা বা চালও দিতে পারেন। 

আমিষ ও মদ্যপান নয় - অমাবস্যায় পেঁয়াজ, রসুন, মাছ মাংস বা মদ্যপান করবেন না। মনে করা হয় এতে আঘাত পান পিতৃপুরুষরা। এমনকী পিতৃ দোষ লাগে বলেও মনে করা হয়। তাই এদিন পিতৃপুরুষকে জল অর্পণের পর সাত্ত্বিক খাবার খান। এছাড়া এদিন লাউ, শসা, ছোলা, জিরা ও শর্ষে শাকও খাওয়া উচিত নয়। 

এই শুভ কাজগুলি করবেন না - এই দিন মস্তক মুণ্ডন, গৃহপ্রবেশের মতো শুভ কাজ করবেন না। এমনকী বাড়ির জন্য কোনও গুরুত্বপূর্ণ সামগ্রীও কিনবেন না। এই দিন নতুন জামাকাপর কেনাও অশুভ হিসেবে ধরা হয়। 

এই বিষয়গুলি খেয়াল রাখবেন - এই দিন নখ, চুল ও দাড়ি কাটবেন না। শাস্ত্রমতে এইদিন এগুলি করা অশুভ। হিন্দু শাস্ত্র অনুসারে কারও মৃত্যু হলে পরিবারে মস্তক মুণ্ডনের প্রথা রয়েছে, তবে সেটা এই দিনে নয়। 

সর্বপিতৃ অমাবস্যা মঙ্গলবার সন্ধ্যে ৭টা ৪ মিনিট থেকে বুধবার বিকেল ৪টে ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। এই দিন তর্পণের পর দুঃস্থদের খাওয়ানো উচিত। শাস্ত্রমতে শ্রাদ্ধের পর গরু, কাক, আগুন, পিঁপড়ে ও ককুরকে খাওয়ালে পিতৃপুরুষের আত্মা তৃপ্ত হয়। 

Advertisement

 

Advertisement