Raksha Bandhan Date: রাখিপূর্ণিমা কবে পড়েছে, রাখি পরানোর শুভ সময় কখন, জানুন

রাখিপূর্ণিমা মানেই ভাই-বোনের জন্য বিশেষ দিন। ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন বোনেরা। রাখিবন্ধনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাইদের হাতে রাখি পরিয়ে সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন বোনেরা। আর বোনেদের আশীর্বাদ করেন ভাইরা। এটা এমনই একটা উৎসব যা ভাই ও বোনের মধ্যে বন্ধন আরও মজবুত করে।

Advertisement
রাখিপূর্ণিমা কবে পড়েছে, রাখি পরানোর শুভ সময় কখন, জানুনরাখিপূর্ণিমা কবে পড়েছে, জেনে নিন। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • রাখিপূর্ণিমা মানেই ভাই-বোনের জন্য বিশেষ দিন।
  • ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন বোনেরা।
  • রাখিবন্ধনের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

রাখিপূর্ণিমা মানেই ভাই-বোনের জন্য বিশেষ দিন। ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন বোনেরা। রাখিবন্ধনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাইদের হাতে রাখি পরিয়ে সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন বোনেরা। আর বোনেদের আশীর্বাদ করেন ভাইরা। এটা এমনই একটা উৎসব যা ভাই ও বোনের মধ্যে বন্ধন আরও মজবুত করে। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। 

চলতি বছরে অগাস্ট মাসে রাখিপূর্ণিমা পরেছে। এই দিনটির জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। রাখি পরানোর মধ্য দিয়ে মিষ্টিমুখও চলে। সনাতন ধর্মে এই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে। 

জেনে নেওয়া যাক, এ বছর কবে পড়েছে রাখিপূর্ণিমা...

রাখিবন্ধন কবে
প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন পালন করা হয়। ২০২৫ সালে রাখিপূর্ণিমা পড়েছে ৮ অগাস্ট। ওই দিন দুপুর ২টো ১২ মিনিটে পূর্ণিমা শুরু। চলবে পরের দিন, অর্থাৎ ৯ অগাস্ট দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী আগামী ৯ অগাস্ট রাখিবন্ধন পালন করা হবে।

 এবার জেনে নেওয়া যাক, কোন সময় রাখি পরানো শুভ...

জ্যোতিষ মতে, শুভ সময়ে রাখি পরানো উচিত। এ বছর রাখি পরানোর শুভ সময় হল ৯ অগাস্ট ভোর ৫টা ৩৫ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিট পর্যন্ত। এই সময় রাখি পরানো শুভ। আবার, ৯ অগাস্ট বেলা ১২টা থেকে দুপুর ১২টা ৫৩ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ে রাখি পরানো আরও শুভ। 

শাস্ত্র মতে, রাখি পরানোর পর অন্তত ২৪ ঘণ্টা পরে রাখা উচিত। তার আগে রাখি খুললে শুভ প্রভাব চলে যায়। 


 

POST A COMMENT
Advertisement