দুই তুলসীরই নিজস্ব গুরুত্ব
বাস্তুশাস্ত্র বলছে, রাম এবং শ্যাম। এই দুই ধরণের তুলসি গাছই শুভ। অর্থাৎ, আপনি চাইলে যেকোনও একটিকে বাড়িতে রাখতে পারেন, আবার চাইলে দুটিকেই একসঙ্গে লাগাতেও পারেন। দুটোই ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি আনে। বিশেষ করে কার্তিক মাসের কোনও বৃহস্পতিবার দিনটি তুলসি গাছ রোপণের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
রাম তুলসী কেমন?
রাম তুলসীর পাতা উজ্জ্বল সবুজ এবং দেখতে সাধারণত একটু বড় ও ঝকঝকে। এটি 'উজ্জ্বলা তুলসি' নামেও পরিচিত। এর পাতার স্বাদ হালকা মিষ্টি এবং তা পূজার কাজে বহুল ব্যবহৃত হয়। ঘরের আঙিনায় বা বারান্দায় রাম তুলসি রাখলে মনে শান্তি আসে, এমনটাই বলে থাকেন বিশ্বাসীরা।
শ্যামা তুলসি বা কৃষ্ণ তুলসী
শ্যামা তুলসীর পাতা সাধারণত বেগুনি কিংবা গাঢ় সবুজ রঙের হয়। এই গাছকে কৃষ্ণ তুলসীও বলা হয়ে থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই তুলসিকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত মনে করা হয়। আবার আয়ুর্বেদেও এই তুলসীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, কারণ এতে রয়েছে বহু ঔষধি গুণ।
আপনার বাড়িতে যদি তুলসি গাছ রাখার কথা ভাবেন, তাহলে আপনি নির্দ্বিধায় যেকোনও ধরনের তুলসি লাগাতে পারেন। রাম হোক বা কৃষ্ণ উভয়েই ঘরের জন্য শুভ। শুধু নিয়মিত যত্ন নিন, পরিষ্কার রাখুন তুলসিতলা, আর সূর্যাস্তের আগে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তাহলেই মঙ্গল আসবে ঘরে, বলছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস।