Shoe Vastu Luck: এই রঙের জুতো থাকলে এখনই ফেলে দিন, কপালে শনি ডেকে আনবে

Shoe Vastu Luck: ভুল জুতো যেমন কপালে দোষ তৈরি করতে পারে, তেমনই সঠিক রঙের জুতো কপালকে সঠিক পথে ভাগ্যকে নির্দেশিত করতে পারে। জেনে নিন চটি-জুতো কী ভাবে পরা উচিত এবং কোন রঙের পরা উচিত। এই বিষয়ে কী বলছে বাস্তুশাস্ত্র?

Advertisement
এই রঙের জুতো থাকলে এখনই ফেলে দিন, কপালে শনি ডেকে আনবেএই রঙের জুতো থাকলে এখনই ফেলে দিন, কপালে শনি ডেকে আনবে

Shoe Vastu Luck: পায়ের সঙ্গে রাহু ও শনির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। চটি-জুতো আমাদের জীবনে শুভ বা অশুভ প্রভাব ফেলতে পারে। ভুল জুতো যেমন কপালে দোষ তৈরি করতে পারে, তেমনই সঠিক রঙের জুতো কপালকে সঠিক পথে ভাগ্যকে নির্দেশিত করতে পারে। জেনে নিন চটি-জুতো কী ভাবে পরা উচিত এবং কোন রঙের পরা উচিত। এই বিষয়ে কী বলছে বাস্তুশাস্ত্র?

কোন রঙের জুতো পরা শুভ?
কালো, বাদামি ও সাদা রঙের জুতো পরা শুভ বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। এই সব রঙের চটি-জুতো পরলে জীবনে শান্তি ও পজিটিভ এনার্জি বজায় থাকে। কোষ্ঠীতে গ্রহের অবস্থান মজবুত হওয়ায় জাতকের আত্মবিশ্বাস বাড়ে। তবে কোষ্ঠীতে শনি দুর্বল হলে কালো জুতো এড়িয়ে যাওয়াই ভালো।

কোন রঙের চটি-জুতো কখনোই পরা উচিত নয়?

সবুজ
জ্যোতিষ অনুসারে সবুজ রঙের অধিপতি গ্রহ হল বুধ। পায়ে সবুজ রঙের চটি বা জুতো পরলে তা কোষ্ঠীতে বুধের অবস্থানকে দুর্বল করে। বুধ দুর্বল হলে বুদ্ধি কমে, বাচন ক্ষমতা হ্রাস পায় এবং ব্যবসায় লোকসান হতে পারে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে কখনোই সবুজ রঙের চটি বা জুতো পরা উচিত নয়।

লাল
লাল রঙের অধিপতি গ্রহ মঙ্গল। এই গ্রহ কূপিত হলে ৫জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মঙ্গলের দোষে দাম্পত্য জীবন ছারখার হয়ে যেতে পারে। কোষ্ঠীতে মঙ্গল কূপিত হলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। পায়ে লাল রঙের জুতো পরলে কোষ্ঠীতে মঙ্গলের অবস্থান দুর্বল হতে পারে। তাই লাল রঙের চটি-জুতো না পরাই ভালো।

হলুদ
বৃহস্পতির অধিপতি গ্রহ হলুদ। তাই এই রঙের চটি-জুতো পরতেও বারণ করা হয় বাস্তুশাস্ত্রে। জুতোয় হলুদ রং থাকলে জন্মছকে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়। আর গুরু গ্রহ বৃহস্পতি অশুভ প্রভাবে আমাদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। বৃহস্পতির রোষে আর্থিক অবস্থা দুর্বল হয়, পরিবারে অশান্তি দেখা দিতে পারে এবং প্রতারণার শিকার হতে পারেন।

Advertisement


 

POST A COMMENT
Advertisement