Saraswati Puja 2025 Exact Time: আগামী বছর কবে সরস্বতী পুজো? জানুন দিনক্ষণ ও শুভ সময়

Saraswati Puja 2025 Exact Time: দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোও শেষ। এখন শুধু নতুন বছর আসার অপেক্ষা। আর বছরের শুরুতেই সরস্বতী বন্দনা। যার জন্য অপেক্ষা করে থাকেন স্কুল-কলেজের পড়ুয়ারা। শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা।

Advertisement
আগামী বছর কবে সরস্বতী পুজো? জানুন দিনক্ষণ ও শুভ সময়২০২৫ সালে কবে সরস্বতী পুজো?
হাইলাইটস
  • শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা।

দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোও শেষ। এখন শুধু নতুন বছর আসার অপেক্ষা। আর বছরের শুরুতেই সরস্বতী বন্দনা। যার জন্য অপেক্ষা করে থাকেন স্কুল-কলেজের পড়ুয়ারা। শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা। ঘরে ঘরে পূজিতা বাগদেবী। দেবী সরস্বতীর আরাধনা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার ঘরে ঘরে। শীতের শুরুতেই চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।

এই সরস্বতী পুজোর দিনটিতে অনেকেই বাড়ির শিশুটিকে হাতেখড়ি দেন। আর শিক্ষার্থীরা দেবীর কাছে শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভের কামনা করে। পুরাণ অনুসারে, প্রথমে ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করেন। পরে তার পুজো জগতে প্রতিষ্ঠিত হয়। দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।

আগামী বছর সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার। তাই এইদিন অনেকেই নিশ্চিত হয়ে পুজো করতে পারবেন। এই বছর সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়েছে ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি ৯টা ৫৯ মিনিট পর্যন্ত। তাই সকলে রবিবারই সরস্বতী পুজো সেরে নিতে চাইবেন। 

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র
ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। 

নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।।- এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে।

সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে,  কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।  

POST A COMMENT
Advertisement