Sawan 2025 Shravan Upay Shiv Puja: শ্রাবণে এভাবে শিবের পুজো করুন, আর্থিক বাধা কেটে যাবে

Sawan 2025 Shravan Upay Shiv Puja: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গত ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস।শ্রাবণ মাস হিন্দুদের অত্যন্ত শুভ। এটি মহাদেবের প্রিয় মাস। এই সময় মহাদেবের পুজো করলে ভক্তের সব মনের ইচ্ছা পূরণ হয়। এছাড়া শ্রাবণ মাসে শিবের পুজো করলে আর্থিক সব কষ্ট দূর হয়। 

Advertisement
শ্রাবণে এভাবে শিবের পুজো করুন, আর্থিক বাধা কেটে যাবেশ্রাবণে এভাবে শিবের পুজো করুন, আর্থিক বাধা কেটে যাবে

Sawan 2025 Shiv Pujan Bidhi Totka: শ্রাবণ মাস চলছে এখন। আর এই পুরো মাসটিকে সমর্পণ করা হয়েছে ভগবান শিবকে। এই মাসে দিনের বেলা মহাদেবের ভক্তরা ভক্তি-শ্রদ্ধা সহকারে শিবের পুজো করে থাকেন। তবে শুধু দিনের বেলা নয়, রাতের বেলাতেও শিব পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, রাতের বেলা শিবলিঙ্গের আরাধনা করলে সব আর্থিক কষ্ট দূর হয়ে যায়।

হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসের (Sawan Month 2024) গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দুমতে, দেবাদিদেব মহাদেবের (Lord Shiva) অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী, ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী গত ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হিন্দুদের অত্যন্ত শুভ। এটি মহাদেবের প্রিয় মাস। এই সময় মহাদেবের পুজো করলে ভক্তের সব মনের ইচ্ছা পূরণ হয়। এছাড়া শ্রাবণ মাসে শিবের পুজো করলে আর্থিক সব কষ্ট দূর হয়। 

টাকা আসবে যেভাবে
শ্রাবণ মাসের যে কোনও রাতে শিবলিঙ্গের সামনে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দিন। এরপর আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। শ্রাবণ মাসের রাতে এই কাজ করলে আপনার জীবনের সব আর্থিক সমস্যা কেটে যাবে। তার সঙ্গে সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন আপনি। 

ঋণ মুক্তি
আর্থিক সঙ্কটে নাজেহাল হয়ে আপনি যদি ঋণের জালে আটকা পড়েন, তাহলে শ্রাবণ মাসের রাতে এই কাজ আপনাকে অবশ্যই করতে হবে। ঋণের জালে বাঁধা পড়লে জলের মধ্যে চাল মিশিয়ে তা শ্রাবণ মাসের রাতে শিবলিঙ্গে নিবেদন করবেন। এই কাজ করলে আপনি ঋণের ফাঁস থেকে মুক্তি পাবেন। কোথাও আটকে থাকা টাকা এর ফলে ফিরে পেতে পারেন।

সমস্যা থেকে মুক্তি
জলে কালো তিল মিশিয়ে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে নিবেদন করুন। এই কাজ করলে আপনি জীবনের সব সঙ্কট থেকে মুক্তি পাবেন।

 

Advertisement

POST A COMMENT
Advertisement