Shivratri 2025: শ্রাবণ শিবরাত্রিতে এই শিবলিঙ্গ ঘরে আনলে, ভাগ্য ঘুরে যেতে পারে

Shivratri 2024: বাড়িতে যদি আপনি পারদের শিবলিঙ্গ রাখেন তাহলে সকল প্রকার বাস্তু দোষ আপনার কেটে যাবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। অশুভ দৃষ্টি পড়বে না যদি আপনি পারদের শিবলিঙ্গ পুজো করেন রোজ তাহলে আপনার বাড়িতে কারোর কোনও অশুভ দৃষ্টি পড়বে না।

Advertisement
Shivratri 2025: শ্রাবণ শিবরাত্রিতে এই শিবলিঙ্গ ঘরে আনলে, ভাগ্য ঘুরে যেতে পারেএটি বিশেষ শিবলিঙ্গ, কথিত আছে শিবরাত্রিতে ঘরে আনলে ভাগ্য নয়া মোড় নেয়

Shivratri 2025 Special SIvlinga: হিন্দু ধর্ম অনুযায়ী যদি আপনি শ্রাবণ শিবরাত্রির দিন বাড়িতে পারদের শিবলিঙ্গ আনেন তাহলে আপনার জীবনে কোনও সমস্যা থাকবে না। এমনকি দূর হবে বাস্তুত্রুটি। কারণ, শিব পুরাণেও কিন্তু পারদ শিবলিঙ্গের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। বলা হয় পারদ শিবলিঙ্গ স্পর্শ করলে সমস্ত পাপ খন্ডন হয়।নাম থেকেই বুঝতে পারছেন পারদ শিবলিঙ্গ পারদ দিয়েই তৈরি করে হয়ে থাকে। কীভাবে শিবলিঙ্গটিকে পুজো করবেন জেনে নিন-

এই লিঙ্গ পুজোর উপকার
বাড়িতে যদি আপনি পারদের শিবলিঙ্গ রাখেন তাহলে সকল প্রকার বাস্তু দোষ আপনার কেটে যাবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। অশুভ দৃষ্টি পড়বে না যদি আপনি পারদের শিবলিঙ্গ পুজো করেন রোজ তাহলে আপনার বাড়িতে কারোর কোনও অশুভ দৃষ্টি পড়বে না। আর্থিক দিকে কখনোও অবনতি হবে না। দাম্পত্য জীবনে অশান্তি থাকে না আপনি কি জানেন পারদের শিব লিঙ্গ পূজা করলে দাম্পত্য জীবনে সমস্ত বাধা দূর হয়। শুধু তাই নয়, যদি আপনার বাড়িতে কেউই রোগে আক্রান্ত থাকেন তাহলেও কিন্তু তিনি সেটি থেকে বের হতে পারবেন।

কীভাবে শিবলিঙ্গ রাখবেন? 
১. প্রথমে শিবলিঙ্গটি এনে আপনাকে আটটি আচার মেনে সেই লিঙ্গটি পরিষ্কার করতে হবে। তাই প্রথমে নানান রাসায়নিক মিশিয়ে পারদ আপনাকে শক্ত করতে হবে। এটি করতে প্রায় ৬ মাস সময় লাগে। আবার অনেক সময়ে দুই থেকে তিন মাসও সময়ও হতে পারে।

২.প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় এই শিবলিঙ্গের কাছে প্রদীপ জ্বালাতে হবে। শিবের এই মন্ত্র জপ করুন তারপর নিত্যদিন শিবের সেবা করতে হয়। তাকে খেতে দিতে হয়। যদি এটি কেউ করেন তাহলে তার বাড়িতে কোনও ঝামেলা থাকবে না।

বাড়িতে যদি আপনি পারদের শিবলিঙ্গ রাখেন তাহলে সকল প্রকার বাস্তু দোষ আপনার কেটে যাবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। অশুভ দৃষ্টি পড়বে না যদি আপনি পারদের শিবলিঙ্গ পুজো করেন রোজ তাহলে আপনার বাড়িতে কারোর কোনও অশুভ দৃষ্টি পড়বে না।

৩. ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে হয়। যদি আপনিও পারদ শিবলিঙ্গের পুজো করেন, তাহলে আপনি ভগবানের বিশেষ কৃপা পাবেন। সেই সঙ্গে আপনার শরীর ভালো থাকবে। আর্থিক দিকে লাভ হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।

Advertisement

এই লিঙ্গ পুজোর নিয়ম
প্রথমে শিবলিঙ্গে একটি সাদা কাপড় জড়িয়ে রাখতে হবে। তারপর পূর্ব উত্তর দিক করে সে শিবলিঙ্গ বসাতে হবে। তারপর তার চারপাশে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করতে হবে। চাল, দুধ, হলুদ ও চন্দন অর্পণ করতে হবে। ভোলেবাবার ধ্যান করুন আপনার হাতে ফুল ও চাল নিয়ে ভগবান শিবের ধ্যান করবেন। মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি এই মহা শিবরাত্রির দিন জপ করুন। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা কেটে আপনি সুখের মুখ দেখবেন। চন্দনের তিলক পড়াবেন শিবকে আপনি কপালে হলুদ ও চন্দনের তিলক লাগবেন। তাকে মিষ্টি খেতে দিন। এরপর তার মাথায় বেল পাতা দিন। শেষে শিবের আরতি করুন এবং পুজো হলে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন।

 

POST A COMMENT
Advertisement