scorecardresearch
 

Lord Shiva Sawan Month: শ্রাবণে শিবের পুজোয় পূরণ হবে মনের ইচ্ছে, এবার ক'টা সোমবার পড়েছে ?

Lord Shiva Sawan Month: সৃষ্টিকর্তা হিসাবে হিন্দুদের কাছে জাগ্রত মহাদেব। ভগবান শিবের প্রিয় মাস হল শ্রাবণ। আর বাংলা ক্যালেন্ডারের এটি চতুর্থ মাস। এই পুরো মাস জুড়েই যাঁরা ভোলেনাথের পুজো, অভিষেক, মন্ত্র জপ করে থাকেন তাঁদের জীবনে কোনও কষ্ট থাকে না।

Advertisement
শ্রাবণ মাস কবে? শ্রাবণ মাস কবে?
হাইলাইটস
  • সৃষ্টিকর্তা হিসাবে হিন্দুদের কাছে জাগ্রত মহাদেব।

সৃষ্টিকর্তা হিসাবে হিন্দুদের কাছে জাগ্রত মহাদেব। ভগবান শিবের প্রিয় মাস হল শ্রাবণ। আর বাংলা ক্যালেন্ডারের এটি চতুর্থ মাস। এই পুরো মাস জুড়েই যাঁরা ভোলেনাথের পুজো, অভিষেক, মন্ত্র জপ করে থাকেন তাঁদের জীবনে কোনও কষ্ট থাকে না। শ্রাবণ মাসে সোমবারের ব্রতর বিশেষ গুরুত্ব রয়েছে। যাঁরা শিবভক্ত তাঁরা শ্রাবণ মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন। তাহলে আসুন জেনে নিই এই বছরে কবে থেকে পড়েছে শ্রাবণ মাস। আর এই মাসে কটা সোমবার জেনে নিন। 

কবে থেকে শ্রাবণ মাস শুরু
আগামী ২২ জুলাই শ্রাবণ মাসের শুরু হচ্ছে। শেষ হবে ১৯ অগাস্ট। আর এই পুরো মাস জুড়েই ভগবান শিবের পুজো করলে ভক্তেরা তাঁদের সব মনোস্কামনা পূর্ণ করতে পারে। 

শ্রাবণ মাসে কটা সোমবার
এ বছর শ্রাবণ সোমবার পড়েছে ৫টি। প্রথম সোমবার পড়েছে ২২ জুলাই, দ্বিতীয় সোমবার ২৯ জুলাই, তৃতীয় সোমবার ৫ অগাস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১২ অগাস্ট ও ১৯ অগাস্ট পঞ্চম সোমবার পড়ছে। এই মাসে শ্রাবণ নক্ষত্রের পূর্ণিমা রয়েছে। এ কারণেও মাসটিকে শ্রাবণ বলা হয়। শ্রাবণ শুরুর সঙ্গে সঙ্গে সমস্ত শিব মন্দিরে ভগবান শিবের স্তব ধ্বনিত হতে থাকে।

আরও পড়ুন

কেন এই মাসের নাম শ্রাবণ
শিবপুরাণ অনুসারে, এটি শ্রবণের মাস, তাই এর নাম শ্রাবণ। এ মাসে ধর্মীয় গল্প ও উপদেশ শোনার কীর্তি রয়েছে। শ্রাবণ মাস ভগবান শিবের কাছে প্রিয় হওয়ার দু'টি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই মাস থেকেই দেবী পার্বতী ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা শুরু করেন। দ্বিতীয়ত, দেবী সতীর প্রস্থানের পর, ভগবান শিব আবার তাঁর ক্ষমতা অর্থাৎ দেবী পার্বতীকে তাঁর স্ত্রী হিসাবে ফিরে পান।
 

Advertisement

Advertisement