scorecardresearch
 

September 2021 Vrats: গণেশ চতুর্থী থেকে বিশ্বকর্মা পূজা! জানুন সেপ্টেম্বর মাসের ব্রত- উৎসবের দিনক্ষণ

September 2021 Vrat and Festival: আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে ভাদ্র মাস এবং ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে আশ্বিন মাস। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে।

Advertisement
সেপ্টেম্বর ২০২১ ব্রত -উৎসব সেপ্টেম্বর ২০২১ ব্রত -উৎসব
হাইলাইটস
  • সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে।
  • আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে ভাদ্র মাস।
  • ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে আশ্বিন মাস।

(September 2021 Vrat and Festival): হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে ভাদ্র মাস এবং ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে আশ্বিন মাস। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই মাসভর রয়েছে নানা ধর্মীয় রীতি। গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) থেকে বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja), উৎসবে ভরা সেপ্টেম্বর মাসে কবে, কোন বিশেষ পুজো- পার্বণ, দেখে নিন এক নজরে। 

september 2021 important vrat and festival days list

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, সেপ্টেম্বর মাসের ব্রত- উৎসবের দিন

* ৩ সেপ্টেম্বর ২০২১ - একাদশী 

* ৭ সেপ্টেম্বর ২০২১ - কৌষিকী অমাবস্যা 

* ৯ সেপ্টেম্বর ২০২১ - তীজ 

* ১০ সেপ্টেম্বর ২০২১ - গণেশ চতুর্থী 

* ১৩ - ২৮ সেপ্টেম্বর ২০২১ - মহালক্ষ্মী ব্রত  

* ১১ সেপ্টেম্বর ২০২১ -অষ্টনাগ পূজা 

* ১৬ সেপ্টেম্বর ২০২১ - অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস 

* ১৭ সেপ্টেম্বর ২০২১ - বিশ্বকর্মা পূজা / প্রদোষ একাদশী

* ২০ সেপ্টেম্বর ২০২১ - পূর্ণিমা    

আরও পড়ুন: দেবী দুর্গার হাতে থাকে দশ অস্ত্র! জানেন কী এর তাৎপর্য? 

সেপ্টেম্বর মাস শেষ হলেই আসবে বাঙালি হিন্দুদের উৎসবে ভরা মাস। অক্টোবরে রয়েছে একাধিক ব্রত উৎসব। তার মধ্যে যেমন রয়েছে মহালয়া, তেমন এই বছর দুর্গাপুজোও পড়েছে অক্টোবর মাসে। তাই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে কেটা উৎসব- উৎসব আমেজ। 

 

Advertisement

Advertisement