Shani Dev Worship: শাস্ত্রমতে শনিদেবকে অর্পণ করুন এই ফুল, অর্থে ভরিয়ে দেবেন গ্রহরাজ

Shani Dev Worship: ন্যায়ের দেবতা শনিদেব। শনি কারোর ওপর প্রসন্ন হলে তাঁকে রাজার আসনে বসান আর কারোর ওপর ক্ষুব্ধ হলে তাঁকে রাস্তার ভিখারি করে ছাড়েন। তবে যদি কেউ শনিদেবকে তুষ্ট করতে চান তবে অবশ্যই এই ফুল দিয়ে শনিবার করে তাঁর পুজো করুন।

Advertisement
শাস্ত্রমতে শনিদেবকে অর্পণ করুন এই ফুল, অর্থে ভরিয়ে দেবেন গ্রহরাজশনির প্রিয় ফুল কোনটা
হাইলাইটস
  • শনিবারের দিন শনিদেবকে সমর্পণ করা হয়ে থাকে।

ন্যায়ের দেবতা শনিদেব। শনি কারোর ওপর প্রসন্ন হলে তাঁকে রাজার আসনে বসান আর কারোর ওপর ক্ষুব্ধ হলে তাঁকে রাস্তার ভিখারি করে ছাড়েন। তবে যদি কেউ শনিদেবকে তুষ্ট করতে চান তবে অবশ্যই এই ফুল দিয়ে শনিবার করে তাঁর পুজো করুন। বড়ঠাকুর আপনার সব বিপদ কাটিয়ে দেবে। আসুন জেনে নিন শনির প্রিয় ফুল আসলে কী। 

বড়ঠাকুরের পুজো
শনিবারের দিন শনিদেবকে সমর্পণ করা হয়ে থাকে। এইদিন শনিদেবের পুজোর সবচেয়ে ভালো সময় হল সুর্যোদয়ের আগে এবং সুর্যাস্তের পরে। ধার্মিক মান্যতা অনুসারে, যদি শনিবার বিধি-বিধান মেনে পুজো করা হয় এবং শনিদেবকে তাঁর প্রিয় ফুল অর্পণ করা হয় তবে তিনি প্রসন্ন থাকেন। আসুন জেনে নিই যে শনিদেব কোন ফুলে তুষ্ট হন। জ্যোতিষ শাস্ত্রের মান্যতানুসারে, শনির ক্রুর দৃষ্টি, সাড়েসাতি ও মহাদশা-অন্তর্দশা ব্যক্তিকে বরবাদ করে দিতে পারে। এই কারণেই সকলেই চায় যে তাদের ওপর সবসময় শনিদেবের কৃপা সবসময় যেন থাকে। কিছু বিশেষ উপায়ে শনিদেবকে প্রসন্ন করা যেতে পারে। আসুন জেনে নিই।   

শনির প্রিয় ফুল
শনিবার শনিদেবের কিছু প্রিয় বস্তু অর্পণ করলে শনির পীড়া থেকে স্বস্তি পাওয়া যেতে পারে। বলা হয় যে শনিদেবের বিশেষ পছন্দের ফুল হল আকন্দ ফুল। তাই পুজোর সময় যদি এই আকন্দ ফুল অর্পণ করা হয় তাহলে শনিদেব খুবই প্রসন্ন হন এবং সেই ব্যক্তির ভাগ্য খুলে দেয়। তাই শনিদেবের পুজোয় এই আকন্দ ফুল অবশ্যই অর্পণ করুন। এছাড়াও শনির খুব প্রিয় ফুল হল নীল অপরাজিতা ফুল। এই ফুল দিয়ে পুজো করলেও শনিদেব খুব প্রসন্ন হন।  

কোনদিকে লাগাবেন আকন্দ গাছ
যদি কোনও শুভমুহূর্তে এই গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে স্থাপন করা যায়, তাহলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। দূর হয়ে যায় গৃহদোষ বা বাস্তুদোষ। কালাজাদু বা টোনা-টোটকার প্রভাব থেকেও মুক্তি মিলবে। তাই প্রতিদিন, না পারলে কেবলমাত্র সপ্তাহে শনিবার সাদা আকন্দ, না পারলে লাল আকন্দ দিয়েই গ্রহরাজের পুজো দিন। তার ফল মিলবে হাতেনাতে।
  

Advertisement

   

POST A COMMENT
Advertisement