শনিদেব রাগলে রক্ষে নেই। সর্বস্বান্ত করে ছাড়েন। আর শনিদেব খুশি থাকলে জীবনে কোনও অভাব হয় না। শনিদেবকে খুশি করতে ভক্তরা কী না করেন! তাঁর কৃপা পেতে নান উপাচার ও ব্রত করে থাকেন। কিন্তু এমন অনেক সৌভাগ্যবান মানুষ আছেন যাঁদের কোষ্ঠীতে শনি শুভ ফল দেয়। তাঁদের জীবনে কোনও সমস্যা থাকে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবের প্রিয় রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির মুখোমুখি হতে হয় না। হলেও তার প্রভাব অনেকটাই কম।
তুলা রাশি - জ্যোতিষ শাস্ত্র অনুসারে, তুলা রাশির জাতক-জাতিকাদের উপরে সব সময় থাকে শনির আশিস। শনিদেবের প্রিয় রাশিদের মধ্যে শীর্ষে রয়েছে তুলা। তুলা রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড পরিশ্রমী হন। কারও সঙ্গে অন্যায়কে প্রশ্রয় দেন না। তাঁরা সবসময় সত্যের পাশে দাঁড়ান। অন্যান্য রাশির তুলনায় শনির দশায় তুলা রাশির জাতক-জাতিকরা প্রভাবিত হন না।
মকর - এই রাশির শাসক অধিপতি শনি। সেজন্য এটি শনির প্রিয় রাশি। জাতক-জাতিকারা প্রচণ্ড বুদ্ধিমান হন। শুধু তাই নয় তাঁরা কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করেন। জাতক-জাতিকারা পরিশ্রমী হন। সহজে হাল ছাড়েন না। শনির কুপ্রভাব পড়ে না তাঁদের উপর।
কুম্ভ - জ্যোতিষশাস্ত্র অনুসারে, কুম্ভ রাশির অধিপতি শনি। এই রাশির জাতক-জাতিকারা সহজ-সরল প্রকৃতির। এবং ধৈর্যশীল হন। তাঁরা যে কাজের সিদ্ধান্ত নেন তা সম্পূর্ণ করেই ছাড়েন। এই জাতক-জাতিকাদের অর্থনৈতিক অবস্থাও ভাল হয়। তাঁরা সহজে হাল ছেড়ে দেন না।
শনিবার শনিদেবকে সর্ষের তেল, কালো তিল নিবেদন করে তাঁর পুজো করুন। উপবাসও রাখতে পারেন। শনির প্রকোপ এড়াতে সত্যনিষ্ঠ পথে থাকুন। পরিশ্রমী হোন। শনিদেব ব্যক্তির কর্ম অনুসারে ফল দান করেন। ফলে সৎ কর্ম করলে দারুণ ফল দেন শনিদেব।
আরও পড়ুন- তুলসীতে জল ঢালার সময় জপ করুন এই মন্ত্র, পাবেন ১০০০ গুণ সমৃদ্ধি