Shani Sade Sati: শনির সাড়েসাতি থেকে মুক্তি সহজেই, এই টোটকাতেই সুখের জীবন

অনেক রাশির জাতকদের জীবনেই শনির কুনজর পড়ে। যার মধ্যে অন্যতম হল শনির সাড়েসাতি দশা। শনির এই দশা যেসব জাতকদের জীবনে চলে, তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হয়। প্রচুর বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। বিশ্বাস করা হয়, শনিদেবকে তুষ্ট করতে পারলেই শনির কুপ্রভাব থেকে রেহাই পাওয়া যায়। 

Advertisement
শনির সাড়েসাতি থেকে মুক্তি সহজেই, এই টোটকাতেই সুখের জীবন শনির দশা কাটানোর উপায়।
হাইলাইটস
  • অনেক রাশির জাতকদের জীবনেই শনির কুনজর পড়ে।
  • যার মধ্যে অন্যতম হল শনির সাড়েসাতি দশা।
  • শাস্ত্র মতে, শনি হল কর্মফলদাতা গ্রহ।

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে শনি অন্যতম। ভাল হোক বা খারাপ, শনর প্রভাব দীর্ঘমেয়াদি হয়। শনির ফলে শুধু যে খারাপ ঘটে, তা কিন্তু নয়। শনির কৃপায় বহু রাশির জাতকদের জীবনও বদলে যায়। শাস্ত্র মতে, শনি হল কর্মফলদাতা গ্রহ। কর্মের কারক ও ন্যায়বিচারক গ্রহ। 

অনেক রাশির জাতকদের জীবনেই শনির কুনজর পড়ে। যার মধ্যে অন্যতম হল শনির সাড়েসাতি দশা। শনির এই দশা যেসব জাতকদের জীবনে চলে, তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হয়। প্রচুর বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। বিশ্বাস করা হয়, শনিদেবকে তুষ্ট করতে পারলেই শনির কুপ্রভাব থেকে রেহাই পাওয়া যায়। 

শনির কুপ্রভাব থেকে কীভাবে বাঁচবেন

* প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো করুন ভক্তিভরে। এতে শনিদেব তুষ্ট হন। 

* ভক্তিভরে হনুমানজি ও মহাদেবের পুজো করুন। 

* তিলের তেলের বাতি জ্বালালে উপকার হয়। 

* শনিবার দরিদ্রদের দান করলে উপকার হয়। 

* শনিবার নিরামিষ খাবার খান। এতে শনির রোষ থেকে মুক্তি পাবেন।

জ্যোতিষ মতে, এই মন্ত্রগুলি জপ করলেও শনির কুনজর থেকে রক্ষা পাওয়া যায়...

*শনির বীজমন্ত্র ওম শাম শনিচারায় নমঃ জপ করুন। এই মন্ত্র পাঠ করলে মানসিক শান্তি আসে। শনির দশা থেকে খানিকটা রেহাই পাওয়া যায়। 

*শনির গায়ত্রী মন্ত্র ওম কাকধ্বজায়া বিদমহে, খড়্গ হস্তায়া ধীমাহি, তন্নো মান্দঃ প্রচোদয়াত পাঠ করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। 

* নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে ইতিবাচক মনোভাব বাড়ে। 

*ওম নমো নারায়ণায় মন্ত্রটি জপ করলে উপকার হয়। 

POST A COMMENT
Advertisement