Solar Eclipse 2025: মহালয়ার রাতে সূর্যগ্রহণ, ঠিক কখন? ৬টি রাশির উপর অশুভ প্রভাবের সম্ভাবনা

২১ সেপ্টেম্বর, মহালয়ার রাতে হবে সূর্যগ্রহণ। এটাই বছরের শেষ সূর্যগ্রহণ। তবে এটি ভারত থেকে দেখা যাবে না বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। এই গ্রহণের ফলে কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে?

Advertisement
মহালয়ার রাতে সূর্যগ্রহণ, ঠিক কখন? ৬টি রাশির উপর অশুভ প্রভাবের সম্ভাবনাবছরের প্রথম সূর্যগ্রহণ জীবনে বড় বদল হবে ৫ রাশির, ভাল না খারাপ?
হাইলাইটস
  • মহালয়ার রাতে বছরের শেষ সূর্যগ্রহণ
  • ভারত থেকে কি দেখা যাবে?
  • কোন কোন রাশির উপর প্রভাব?

চন্দ্রগ্রহণের পর এবার পালা সূর্যগ্রহণের। আগামী ২১ সেপ্টেম্বর গোটা বিশ্ব সাক্ষী থাকবে বছরের শেষ সূর্যগ্রহণের। তবে এটি পূর্ণগ্রাস নয়, মহালয়ার দিন হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। 

২১ সেপ্টেম্বর সর্বপিতৃ অমাবস্যার দিনে সূর্য গ্রহণ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে সূর্য গ্রহণকে অশুভ মনে করা হয়। জ্যোতিষ অনুযায়ী সূর্য গ্রহণ প্রতিটি ব্যক্তির জীবনে কোনও না কোনও ছাপ ফেলে যাবে। কোনও কোনও রাশির জন্য এই গ্রহণ শুভ আবার কারও জীবনে ঘোর অমঙ্গল নেমে আসার সম্ভাবনা। 

তবে এবারের সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে? এই নিয়েও শুরু হয়েছে কৌতুহল। ভারতে সূতক কাল মানা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। 

সূর্যগ্রহণের সময় ও সূতক কাল
ভারতীয় সময় অনুযায়ী ২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন রাত ১১টা থেকে ২২ সেপ্টেম্বর ভোররাত ৩টে ১২৪ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে। এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু অংশ, আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। ফলে এর সূতক কালও মানা হবে না। 

সূর্যগ্রহণে কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে?
> জ্যোতিষ গণনা অনুযায়ী, মিথুন রাশির জাতকদের এ সময়ে আর্থিক ক্ষেত্রে ভেবেচিন্তে পদক্ষেপ করা উচিত। পাশাপাশি আর্থিক ক্ষেত্রে যে কোনও বিনিয়োগ নিয়ে সতর্ক থাকা উচিত। লগ্নির আগে ভাল ভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করুন। ধৈর্য় ধরে কাজ করা উচিত এদের। 
> ধনু রাশির জাতকদের এ সময়ে অবসাদ, বিভ্রান্তি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। গ্রহণের প্রভাব কম পড়ার জন্য তাদের এই সময়ে দান করা উচিত। 
> জ্যোতিষ গণনা অনুযায়ী, বৃষ, সিংহ, তুলা ও কুম্ভ রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ। এই রাশির জাতকদের লগ্নি ক্ষেত্রে বিশেষ মনোনিবেশ করতে হবে। আগে থেকে কোনও প্রকল্পে কাজ করলে তা সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে। সিঙ্গল জাতকদের বিবাহের যোগ রয়েছে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন এরা। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement