সনাতন ধর্মে প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর রীতি প্রচলিত আছে। পিতৃপুরুষরা প্রসন্ন হলে সৌভাগ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ হিসেবে পালিত হয়। এই সময়টাই পিতৃপুরুষের তর্পণের জন্য সবচেয়ে উপযুক্ত। সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়। এর পরের দিন, অর্থাৎ আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ।
কবে থেকে শুরু পিতৃপক্ষ
এই বছর পিতৃপক্ষ শুরু হতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার থেকে। যা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে মাতৃপক্ষ। এই পিতৃপক্ষের সময় তর্পণ করার নিয়ম রয়েছে। কোনও পুরোহিত ব্রাহ্মণের সাহায্য নিয়ে তর্পণ করতে হয়। তর্পণের পর ব্রাহ্মণকে ভোজন করান ও দক্ষিণা দিন। দরিদ্রদের দান করার রীতিও প্রচলিত আছে। তর্পণ শ্রাদ্ধের পর কাক ও কুকুরদেরও খাওয়াতে হয়। সম্ভব হলে গঙ্গার ধারে গিয়েই তর্পণ করা উচিত। গঙ্গায় যাওয়া সম্ভব না হলে বাড়িতে গঙ্গাজল দিয়ে তর্পণের কাজ করুন।
কবে কবে রয়েছে তর্পণ?
পূর্ণিমার শ্রাদ্ধ: ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
প্রতিপদ শ্রাদ্ধ: ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
দ্বিতীয়া শ্রাদ্ধ: ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
তৃতীয়া শ্রাদ্ধ: ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
চতুর্থী শ্রাদ্ধ: ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
পঞ্চমী শ্রাদ্ধ: ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ষষ্ঠী শ্রাদ্ধ: ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
সপ্তমী শ্রাদ্ধ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
অষ্টমী শ্রাদ্ধ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
নবমী শ্রাদ্ধ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
দশমী শ্রাদ্ধ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
একাদশী শ্রাদ্ধ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
দ্বাদশী শ্রাদ্ধ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ত্রয়োদশী শ্রাদ্ধ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
চতুর্দশী শ্রাদ্ধ: ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
সর্বপিতৃ অমাবস্যা: ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
মহালয়ার দিন সূর্যগ্রহণ
আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া। পঞ্জিকা অনুযায়ী ওইদিন ভোর ৩ টে ৫৩ মিনিট থেকে অমাবস্যা যোগ। তখন থেকেই ভারতের বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও পিণ্ড নিবেদন করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
সূর্যগ্রহণের দিন তর্পণ করা যাবে?
হিন্দুশাস্ত্র গবেষক তথা শাস্ত্রবিদেরা কিন্তু এই সব সোশ্যাল-যুক্তি উড়িয়ে দিচ্ছেন। তাঁরা পরিষ্কার বলছেন, যে-সূর্যগ্রহণ দৃশ্যমান নয়, তার কোনো প্রভাব কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনও পড়ে না, এবারেও পড়ছে না। তাঁরা জানিয়ে দিচ্ছেন, আগামী ২১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ ভারতে কোথাও দৃশ্যমান নয়।