Vastu Tips For Money: ঝটপট টাকার অভাব মেটাবে, এই ১০ উপায় অব্যর্থ

Vaatu Tips For Money: বাড়ির সিন্দুক বা লকারেই থাকে পরিবারের সঞ্চয়, গয়না, গুরুত্বপূর্ণ দলিলপত্র। বিশ্বাস আছে, সিন্দুক খালি থাকলে ঘরে স্থায়ী সমৃদ্ধি আসে না। তাই বহু মানুষ প্রাচীন নিয়ম মেনে লকারে কিছু বিশেষ বস্তু রাখেন, যাতে অর্থ ও সম্পত্তির প্রবাহ বজায় থাকে। দেখে নিন প্রচলিত কিছু উপায়।

Advertisement
ঝটপট টাকার অভাব মেটাবে, এই ১০ উপায় অব্যর্থ

Vaatu Tips For Money: বাড়ির সিন্দুক বা লকারেই থাকে পরিবারের সঞ্চয়, গয়না, গুরুত্বপূর্ণ দলিলপত্র। বিশ্বাস আছে, সিন্দুক খালি থাকলে ঘরে স্থায়ী সমৃদ্ধি আসে না। তাই বহু মানুষ প্রাচীন নিয়ম মেনে লকারে কিছু বিশেষ বস্তু রাখেন, যাতে অর্থ ও সম্পত্তির প্রবাহ বজায় থাকে। দেখে নিন প্রচলিত কিছু উপায়।

প্রথম উপায়
পুজোর গোটা সুপারি লকারে রাখার রীতি বহু পুরোনো। সুপারিকে গৌরী ও গণেশের প্রতীক ধরা হয়। লক্ষ্মীপুজোয় সুপারি রেখে সিঁদুর, চন্দন, ফুল দিয়ে পুজো করার পর সেটি সিন্দুকে রাখলে ঘরে লক্ষ্মীর স্থায়ী অধিষ্ঠান হয়। এই বিশ্বাস গ্রামেগঞ্জে আজও প্রচলিত।

দ্বিতীয় উপায়
শুক্রবার হলুদ কাপড়ে পাঁচটি কড়ি, অল্প কেশর এবং একটি রুপোর কয়েন বেঁধে সিন্দুকে রাখলে আর্থিক ভাগ্য খুলে যায় বলে মনে করা হয়। ছোট্ট পুঁটলির সঙ্গে একটু হলুদ দিলে ফল নাকি আরও ভাল পাওয়া যায়।

তৃতীয় উপায়
লকারে দশ টাকার নোটের একটি বান্ডিল রেখে তার সঙ্গে পিতল ও তামার কয়েন রাখার রীতি আছে। কিছু কয়েন ব্যক্তিগত পকেটে রাখলেও নাকি অর্থলাভ বাড়ে। তবে কয়েন যেন অ্যালুমিনিয়াম বা জার্মান সিলভারের না হয়।

চতুর্থ উপায়
অশ্বত্থ পাতায় দেশি ঘিয়ে মেশানো লাল সিঁদুর দিয়ে ওম লিখে সিন্দুকে রাখুন। এমনভাবে পাঁচ শনিবার এই পাতা রাখা হলে আর্থিক বাধা দূর হয় বলেই অনেকে মানেন।

পঞ্চম উপায়
পুষ্যা নক্ষত্রে লক্ষ্মীপুজোর সময় পুরনো রুপোর কয়েন ও একটি কড়ি কেশর-হলুদ দিয়ে পুজো করে সিন্দুকে রাখার রীতি আছে। এর ফলে লকার সর্বদা পূর্ণ থাকে। এই বিশ্বাস বহু পরিবারের মধ্যে প্রচলিত।

ষষ্ঠ উপায়
ঘরের পূজাস্থান বা সিন্দুকে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রে এর উল্লেখ আছে। বলা হয়, এই শঙ্খ পরিবারে সমৃদ্ধি বাড়ায়।

Advertisement

সপ্তম উপায়
ভূর্জপত্রে লাল চন্দন জলে গুলে কালির মতো ব্যবহার করে ময়ূরের পালক দিয়ে শ্রী লিখে সিন্দুকে রাখলে অর্থসঞ্চয় বৃদ্ধি পায় বলে প্রচলিত ধারণা রয়েছে।

অষ্টম উপায়
বহেড়া গাছের শিকড় বা পাতা এনে পুষ্যা নক্ষত্রে পুজো করে লাল বস্ত্রে মুড়ে সিন্দুকে রাখলে ধনসম্পদের বৃদ্ধি হয় বলে বহু প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে।

নবম উপায়
পুষ্যা নক্ষত্রের দিনে শঙ্খপুষ্পীর শিকড় পুজো করে রুপোর পাত্রে রেখে সেটি সিন্দুকে স্থাপন করলে লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এই বিশ্বাস রয়েছে বহু পরিবারে। প্রতি গুরু-পুষ্যায় পাত্র বদলে আগেরটি জলে ভাসিয়ে দিতে হয়।

দশম উপায়
ধনদা যন্ত্র বা ঐশ্বর্য বৃদ্ধির যন্ত্র বিধি মেনে পুজো করে সিন্দুকে স্থাপন করলে অর্থভাণ্ডার নাকি কখনও খালি থাকে না। অনেকেই এই উপায় নিয়মিত অনুসরণ করেন।

 

POST A COMMENT
Advertisement