scorecardresearch
 

Surya Grahan 2022 Date, Time in India: এদিন বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারতে কোন সময় দেখা যাবে?

First Solar Eclipse 2022 Date, Time, Place: গত ৪ ডিসেম্বর ছিল বছরের শেষ সূর্যগ্রহণ। এমনকী এটাই ২০২১ সালের শেষ গ্রহণ। আগের বছরের মতো ২০২২ সালেও মোট ৪ টি গ্রহণ হবে।

Advertisement
আগামী এপ্রিলেই হবে বছরের প্রথম সূর্যগ্রহণ আগামী এপ্রিলেই হবে বছরের প্রথম সূর্যগ্রহণ

First Solar Eclipse 2022 Date, Time in India: আগামী মাসেই হবে বছরের প্রথম সূর্যগ্রহণ (Prothom Surya Grahan)। আগের বছরের মতো এই বছরও মোট চারটি গ্রহণ (Grahan) হবে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জানুন কবে, কখন হবে এই গ্রহণ এবং বিস্তারিত তথ্য (Information)। 

 কবে, কখনও হবে ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ?  (First Solar Eclipse 2022 Date & Time)  

* ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী ৩০ এপ্রিল। 

* দুপুর ১২:১৫ মিনিট থেকে ০৪:০৭ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে৷ 

* এটি আংশিক সূর্যগ্রহণ হবে। 

 

surya grahan 2022 date time place in india First Solar Eclipse of the year on 30 april sutak kaal grahan timings

কোথায় হবে সূর্যগ্রহণ? (First Solar Eclipse 2022 Place)

* এই গ্রহণ ভারতে থেকে দৃশ্যমান হবে না। ফলে সূতক কালও থাকবে না। 

* দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও অ্যান্টার্কটিকায় এই গ্রহণ দৃশ্যমান হবে।

 

surya grahan 2022 date time place in india First Solar Eclipse of the year on 30 april sutak kaal grahan timings

রাশিচক্রের উপর সূর্যগ্রহণের প্রভাব (Surya Grahan Effects on Zodiac Signs)

* গ্রহগুলি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। সূর্য সমস্ত গ্রহের রাজা এবং আত্মার কারক হিসাবে বিবেচিত।

*  সূর্যগ্রহণের অবস্থান শুভ বলে মনে করা হয় না। বিশ্বাস করা হয় যে, সূর্যগ্রহণ হলেই সূর্য পীড়িত হয় এবং শুভ ফল কমে যায়। বিভিন্ন রাশিচক্রের উপর গ্রহণের বিভিন্ন প্রভাব রয়েছে। 

* তবে জ্যোতিষাচার্য শ্রীপতি ত্রিপাঠী বলেছেন যে, এই গ্রহণ- বৃষ, কর্কট, তুলা ও ধনু এই ৪ রাশি জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে।  

Advertisement

 

surya grahan 2022 date time place in india First Solar Eclipse of the year on 30 april sutak kaal grahan timings

কবে, কখনও হবে ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ? (Second & Last Solar Eclipse 2022 Date, Time & Place)

* ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে ২৫ অক্টোবর। 

* এটিও আংশিক সূর্যগ্রহণ এবং বৃশ্চিক রাশিতে সংঘটিত হবে। 

* দ্বিতীয় সূর্যগ্রহণ ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, উত্তর-পূর্ব আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগর থেকে দৃশ্যমান হবে।

surya grahan 2022 date time place in india First Solar Eclipse of the year on 30 april sutak kaal grahan timings

সূর্যগ্রহণ কী? (What is Solar Eclipse)

পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র, পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলে।  

আংশিক সূর্যগ্রহণ কখন হয়? (What is Partial Solar Eclipse)

যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও, একটা অংশের আলোয় শুধুমাত্র বাধা পায়, তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাত্‍ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আধ খাওয়া ফলের মতো দেখতে লাগে।


 

Advertisement