Surya Grahan 2026: ফেব্রুয়ারিতে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন দিনক্ষণ ও সময়

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ঠিক এক মাসের মধ্যেই। আগামী ১৭ ফেব্রুয়ারি, ধনিষ্ঠা নক্ষত্র ও কুম্ভ রাশিতে এই গ্রহণ সংঘটিত হবে। জ্যোতিষ ও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি বলয় সূর্যগ্রহণ (Annular Solar Eclipse)।

Advertisement
ফেব্রুয়ারিতে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন দিনক্ষণ ও সময়প্রতীকী ছবি
হাইলাইটস
  • ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ঠিক এক মাসের মধ্যেই।
  • আগামী ১৭ ফেব্রুয়ারি, ধনিষ্ঠা নক্ষত্র ও কুম্ভ রাশিতে এই গ্রহণ সংঘটিত হবে।

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ঠিক এক মাসের মধ্যেই। আগামী ১৭ ফেব্রুয়ারি, ধনিষ্ঠা নক্ষত্র ও কুম্ভ রাশিতে এই গ্রহণ সংঘটিত হবে। জ্যোতিষ ও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি বলয় সূর্যগ্রহণ (Annular Solar Eclipse)। এই ধরনের গ্রহণে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করলেও সূর্যকে সম্পূর্ণ ঢেকে দিতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল একটি বৃত্ত দেখা যায়, যাকে অনেকেই ‘রিং অব ফায়ার’ বলে থাকেন।

কখন হবে সূর্যগ্রহণ?
ভারতীয় সময় অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিকেল ৩টে ৫৬ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে।

ভারতে কি সূর্যগ্রহণ দেখা যাবে?
না, এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। ফলে এর সরাসরি কোনও জ্যোতির্বৈজ্ঞানিক বা ধর্মীয় প্রভাব ভারতের ওপর পড়বে না।

ভারতে কি সূতক কাল পালন করা হবে?
শাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণের প্রায় ১২ ঘণ্টা আগে সূতক কাল শুরু হয়। এই সময়ে পূজা-পাঠ, খাওয়া-দাওয়া, মন্দিরে প্রবেশ ইত্যাদি নিষিদ্ধ বলে ধরা হয়। তবে সূতক কেবল তখনই মান্য, যখন গ্রহণটি ভারতে দৃশ্যমান হয়।
যেহেতু ১৭ ফেব্রুয়ারির সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই ভারতে সূতক কাল পালন করা হবে না।

কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?
এই বলয় সূর্যগ্রহণটি দেখা যাবে-
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আর্জেন্টিনা
অ্যান্টার্কটিকার কিছু অংশে

এই অঞ্চলগুলিতে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো দৃশ্য দেখা যাবে।

২০২৬ সালে আর কোন কোন গ্রহণ রয়েছে?
প্রথম চন্দ্রগ্রহণ: ৩ মার্চ ২০২৬
এই চন্দ্রগ্রহণটি হোলির দিন ঘটবে এবং ভারত থেকে দৃশ্যমান হবে। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ, তাই এই গ্রহণের জন্য ভারতে সূতক কাল মানা হবে।

দ্বিতীয় সূর্যগ্রহণ: ১২ আগস্ট ২০২৬
এটি হবে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তবে তখন ভারতে রাত থাকায় এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণটি দৃশ্যমান হবে ইউরোপ ও উত্তর মেরু সংলগ্ন কিছু দেশে।

দ্বিতীয় চন্দ্রগ্রহণ: ২৮ আগস্ট ২০২৬
এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে দেখা যাবে।

Advertisement

সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালে জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহণ রয়েছে। তবে বছরের প্রথম সূর্যগ্রহণটি ভারতে দৃশ্যমান না হওয়ায় সাধারণ মানুষের জন্য কোনও ধর্মীয় বিধিনিষেধ থাকছে না।

 

POST A COMMENT
Advertisement