Swami Vivekananda Birth Anniversery At Belur Math:স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠে ১৪ জানুয়ারি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোর ৪টা ৪৫ মিনিটে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্বামীজির মন্দিরে বেদ ও স্তোত্র পাঠ, বিশেষ পূজা ও হোম। প্রধান মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মিলনায়তনে স্বামীজির বাড়িতে উচ্চস্বরে সঙ্গীত,খেয়াল,ধ্রুপদ ও বিবেকানন্দ গান,ভক্তিমূলক গান,স্বামীজির জীবনী পাঠ এবং শেষে ধর্মসভা চলবে। এরই মধ্যে ভক্তদের জন্য বিনোদনেরও আয়োজন করা হচ্ছে।
সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও বেলুড় মঠে স্বামীজির জন্মজয়ন্তী পালিত হচ্ছে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। গত দু'বছর ধরে করোনার প্রাদুর্ভাবের কারণে সাধারণ মানুষ ও ভক্তরা এই অনুষ্ঠানে আসতে পারেননি। সর্ব-সাধারণের জন্য ছিল দরজা বন্ধ। এবার দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। তাই এই অনুষ্ঠানে যোগ দিতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন।
এদিনের বেলুড় মঠের সারাদিনের অনুষ্ঠানসূচি
অনুষ্ঠান সময়
১. মঙ্গল আরতি ভোর ৪.৪৫
২.বেদ পাঠ ও স্তবগান ৪ টা ৫০
৩. বিশেষ পূজা সকাল ৭ টা
৪. হোম দুপুর ১২ টা
৫. উচ্চাঙ্গ সংগীত সাধু ও ভক্তবৃন্দ ভোর ৫ টা থেকে সকাল ৮ টা
৬. খেয়াল হরিদাস রায় সকাল ৮.০৫ থেকে ৯.১০
৭. ধ্রুপদ শ্রী সুপ্রিয় মৈত্র সকাল ৯ .২০ থেকে ১০.৩০
৮. বিবেকানন্দ গীতি সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ বেলুড় মঠ সকাল ৮ টা থেকে ৯ টা
৯. কথোপনিষদ পাঠ স্বামী বেদরথানন্দ সকাল ৯.০৫ থেকে ৯:৫০
১০. ভক্তিগীতি কৌশিক ভট্টাচার্য সকাল ১০ টা থেকে ১০:৫০
১১. উচ্চাঙ্গ সংগীত ১১ টা থেকে ১২.০১৫
১২. গীতি আলেখ্য যুগনায়ক প্রতিবৃন্দ দুপুর ১২.২০ থেকে ১.২০
১৩ শরৎ বাদন শ্রী অর্ণব ভট্টাচার্য দুপুর ১:৩০ থেকে ২:৪৫
১৪. ধর্মসভা বিকাল ৩ টা
(স্বামী বিবেকানন্দের জীবন বাণী সভাপতি স্বামী দিব্যানন্দ, বক্তা
শ্রী মহাপ্রজ্ঞানন্দ (বাংলা) স্বামী আত্মপ্রিয়ানন্দ (ইংরেজি)
১৬ . প্রসাদ বিতরণ বেলা ১১ টা থেকে দুপুর ২ টো
সন্ধ্যা আরতি ও ভজন শ্রী ঠাকুরের আরতির পর