নানা সমস্যায় জর্জরিত? কোনও সমাধান পাচ্ছেন না? শনির প্রকোপ বেড়ে চলেছে? তাহলে হয়ে যান। সাবধান! খারাপ কাজ করার লক্ষ্যে যারা কাজ করে চলেছেন, তাদের হাল বেহাল, আর যারা ভালো কাজ করে তাদেরকে জন্য সুখকর হয়ে দেখা দেবে। কেউ পাবে অপার কষ্ট আবার অন্যদিকে কেউ অপার সুখ পাবেন শনিদেবের দ্বারা। কীভাবে পাবেন শনির প্রকোপ থেকে মুক্তি। শনিদেবকে প্রসন্ন করার বিশেষ মন্ত্র, যা জপ করলে সমস্ত বাধা বিপত্তি দূরে চলে যাবে। সমস্ত রকম বাধা বিপত্তি, সমস্যা কাটিয়ে দেবে সবচেয়ে চমৎকারী মন্ত্র।
সমস্ত কাজে রয়েছে শনিদেবের নজর। আপনার জীবনে জানা-অজানায় কোন পাপ যদি হয়ে থাকে, আপনার দ্বারা, তাহলে আপনার কপালে শনি দেবের শাপ বর্ষিত হতে পারে। কারণ শনিদেবের প্রকোপ থেকে কেউ বাঁচেনি। ভালোর ভালো, খারাপের খারাপ। কাকে কষ্ট আর কাকে সুখ দিতে হবে তা ঠিক করেন শনিদেব। তাঁর প্রকোপ প্রত্যেকের জন্য এক থাকে না। কারণ আমাদের প্রত্যেকের কর্ম এক থাকেনা। পরিশ্রম এবং সততার সঙ্গে জীবনযাপন করেন যাঁরা, তাঁদের পুরস্কার দেন শনিদেব। শনিদেবকে বলে সীমা গ্রহ। যেখান থেকে সূর্যের প্রভাব শেষ হয় সেখান থেকে শনিদেবের প্রভাব শুরু হয়।
জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর করে সাফল্য অর্জন করতে হলে চারটি মন্ত্র রয়েছে। যা জপ করলে শনিদেবের বক্র দৃষ্টি পড়লেও তা দূর হয়ে যাবে। তার জন্য আপনাকে আলাদা কিছু করতে হবে না। শুধু স্নান সেরে শুদ্ধ হয়ে এই মন্ত্র পড়ুন।
প্রথম মন্ত্র
সূর্যপুত্র দীর্ঘদিহ বিশালাক্ষঃ শিবপ্রিয়ঃ / মন্দচার প্রসন্নাত্মা পীঢ়া হরতু মে শনিঃ
এই মন্ত্র জপ করলে শনি দেব, জানা-অজানার মধ্যে হওয়া পাপের কষ্ট থেকে আপনাদের মুক্তি দেবে।
দ্বিতীয় মন্ত্র
নীলাঞ্জন সমাভাস রবি পুত্রাঃ যমাগ্রজং / ছায়া মার্তণ্ড সম্ভূত নমামি শনেশ্চরম
এই মন্ত্র উচ্চারণে শনিদেব মানুষকে সম্মান এবং সুখ প্রদান করেন।
তৃতীয় মন্ত্র
ওম শ শনিশ্চরায় নমঃ ধ্বজিনী ধামিনী চেব কংকালী কলহপ্রিয় / কণ্টকী কলহী চাড়থ তুরঙ্গি মহিষী অজা / শ শনিশ্চরায় নমঃ
এই মন্ত্র জপ করলে জীবনে শান্তি প্রতিষ্ঠা হয়। বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায়। বাধা দূর হয়।
চতুর্থ মন্ত্র
ওম শ শনিশ্চরায় নমঃ / কৌনস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণৌ রৌদ্রান্তকৌ যমঃ
মন্ত্রগুলি জপ নিজে করলে সবচেয়ে ভালো ফল দেয়। তবে যদি কঠিন মনে হয় তবে কোনও বিদ্বান পন্ডিত দিয়ে আপনি এটি পড়াতে পারেন।