বাড়িতে তুলসী গাছ থাকা শুভ বলে সনাতনীদের বিশ্বাস। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এককালে প্রতিটি বাড়িতেই থাকত তুলসী গাছ। সন্ধেয় পুজো করতেন বাড়ির কর্ত্রী। সেদিন আর নেই। তবে তুলসীর মাহাত্ম্যর কথা জানলে অবাক হয়ে যাবেন। তুলসী গাছ থাকলে ঘরে থাকে ইতিবাচক শক্তি। আনে সুখ ও সমৃদ্ধি। বাড়ির লোকদের রোগবালাই থেকে রক্ষা করে। কর্মজীবনে উন্নতি হয়। হাতে টাকাপয়সা আসে। তবে তুলসী গাছ লাগানোর কয়েকটি নিয়ম মেনে চললে ফল অনেক বেশি আসে।
তুলসী পুজো করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সঙ্গ দেয় ভাগ্য। লাভ হয় ধনসম্পদ। তুলসী গাছের সঙ্গে আরও কয়েকটি গাছ লাগালে ফল আরও চমকপ্রদ হয়। প্রশস্ত হয় উন্নতির পথ।
লজ্জাবতী- শনিদেবের সঙ্গে যুক্ত লজ্জাবতী গাছ। শনি প্রসন্ন হলে রাজা হতে সময় লাগে না। তাই জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্যের জন্য শনির কৃপা প্রয়োজন। তুলসী গাছের সঙ্গে লাগান লজ্জাবতীও।
কালো ধুতরা- কালো ধুতরা ফুল পছন্দ করেন শিব। বিশ্বাস করা হয়, কালো ধুতরা গাছে শিবের বাস। এই গাছ তুলসীর সঙ্গে ঘরে লাগান। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক উন্নত হবে। অগ্রগতি হবে চাকরি-ব্যবসায়।
পিতৃ দোষ থেকেও মুক্তি মিলবে
কালো ধুতরা ও লজ্জাবতী গাছের পুজা করলে পিতৃদোষও দূর করে। এ জন্য প্রতিদিন সকালে স্নানের পর এই দু'টি গাছে দুধের সঙ্গে জল মিশিয়ে নিবেদন করুন। এতে দ্রুত লাভ হবে।
আরও পড়ুন- মাধ্যমিকে ভাল ফল হয়নি! এই জিনিসগুলি করলেই পাবেন ভাগ্যের সঙ্গ