তুলসী গাছকে বিষ্ণু ও লক্ষ্মীর রূপে পুজো করা হয়। প্রতিটি সনাতনীর বাড়িতে রয়েছে তুলসী। তবে তুলসী রাখার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম না মানলে হিতে হবে বিপরীত। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়ির কোন দিকে কীভাবে রাখতে হবে তুলসী গাছ। তুলসী গাছকে তুলসী মাতা নামেও সম্বোধন করা হয়। তুলসী ভগবান বিষ্ণুর কাছে যেমন প্রিয় বলে মনে করা হয়, তেমনি তুলসি পূজা করলে মা লক্ষ্মীও প্রসন্ন হন। জেনে নিন কোন দিকে তুলসী গাছ লাগাতে হবে এবং তুলসীর নিয়ম।
কোন দিকে রাখবেন তুলসী
বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য উত্তম ও শুভ দিক হল উত্তর। উত্তর দিক ছাড়াও পূর্ব দিকেও তুলসী গাছ লাগাতে পারেন। লোকবিশ্বাস, এই দিকগুলিতে তুলসী লাগালে ঘরে সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধি আসে।
কোন দিকে রাখবেন না
তুলসী গাছ কখনও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে লাগানো উচিৎ নয়। এই দিকটি তুলসীর জন্য সঠিক নয় বলে মনে করা হয়। ভুল দিকে তুলসী লাগালে ফল মেলে না। নেতিবাচক শক্তি আসে ঘরে।
কোন দিন তুলসী চারা রোপণ
তুলসী গাছ যে কোনও দিন রোপণ করা যায় না। তুলসী ভগবান বিষ্ণুর প্রিয়। বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তুলসী গাছ লাগানো উত্তম বলে মনে করা হয়।
লক্ষ্ণীর খুব প্রিয় বলে শুক্রবারেও তুলসী লাগাতে পারেন। ধর্মীয় বিশ্বাস, তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ। এর পাশাপাশি শনিবারও তুলসী রোপণ করা শুভ।
কোন দিন তুলসী রোপণ করবেন না
রবিবারে তুলসি গাছ রোপণ করবেন না। সোম, বুধবার এবং একাদশীতেও তুলসী গাছ লাগাতে নেই।
তুলসী পাতা
রাতে তুলসী গাছের পাতা ছিঁড়ে ফেলবেন না। সেই সঙ্গে স্নান না করে তুলসী গাছের পুজো করা উচিৎ নয়। এটা অশুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই সদয় মঙ্গল, ২০২৩-এ ৩ রাশির অর্থলাভ-কেরিয়ার তুঙ্গে