Lal Kitab Ke Upay, Astro Tips: গুড় শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এর কার্যকারিতা অনেক। লাল কিতাবের ব্যাখ্যা অনুযায়ী, গুড় অনেক সমস্যা নিরাময়ে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে গুড়কে সূর্যের কারক বলে মনে করা হয়।
গুড়ের কিছু উপায় অবলম্বন করলে জন্মছকে দুর্বল সূর্যকে শক্তিশালী করা যায়। এর পাশাপাশি চাকরি, ব্যবসা, অর্থ, ঋণ ও স্বাস্থ্যের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। অনেকেই বিশ্বাস করেন গুড় দিয়ে এই উপায় করলে দারুণ কাজে দেয়। এই উপায় খুব প্রচলিত এবং জনপ্রিয় একটা পদ্ধতি।
১. আপনার ইচ্ছা পূরণের জন্য, একটি গুড় নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে তাতে এক টাকার কয়েন রেখে নদীর জলে ভাসিয়ে দিন।
২. যারা চাকরি নিয়ে চিন্তিত বা চাকরির ইন্টারভিউ দিতে যেতে হয়, তারা বাড়ি থেকে বের হওয়ার আগে গরুকে আটা ও গুড় খাওয়ালে সুফল পাবেন।
৩. জন্মছকে মঙ্গল দুর্বল থাকলে মঙ্গলবার গুড় দান করুন। এর সঙ্গে, ভাগ্য আপনার পক্ষে শুরু করবে।
৪. মঙ্গলবার ৮০০ গ্রাম গম এবং সমপরিমাণ গুড় মিশিয়ে হনুমানজির মন্দিরে রাখলে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায়।
৫. যদি আপনার সংসারে মারামারি বা ঝামেলা হয়, তাহলে এই দিনে দেড় কেজি গুড় মাটিতে পুঁতে রাখুন। এতে ঘরের পরিবেশ শান্ত থাকে।
৬. যাদের বিয়ে হচ্ছে না তারা গমের আটার একটি বল বানিয়ে তাতে গুড় মিশিয়ে গরুকে খাওয়াতে হবে। এতে দাম্পত্য জীবনের সমস্যা কেটে যাবে।